আমাদের কথা খুঁজে নিন

   

খাদ্যমূল্য নিয়ন্ত্রণে

আমি এক জন অতি সাধারন মানুষ

মহাজনের গোডাউনে চালের খামাল কেমন করে কে দেবে আজ বাজার সামাল বাজার গরম দাম বাড়িয়ে আকাশ পাতাল মাসে মাসে মালিক বাবুর বাড়ছে চাতাল। মানুষগুলো ঝুলিঝাড়া হচ্ছে ফতুর সবার পেটে খিদের জ্বালা কেই বা চতুর ব্যাংকে ধনীর জমছে ডেলি টাকার পাহাড় পাজেরো জীপ কারে কারে চলার বাহার। বস্তা ভরা চাল রয়েছে নিষেধ খাওয়া মানা আছে গুদাম ঘরের কাছে যাওয়া বাড়ুক বাড়ুক যতো পারে বাজার বাড়ুক গরিব লোকের ছেঁড়া পকেট ফাঁড়ে ফাঁড়ুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।