আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনী নামলেই কি সব ঠান্ডা??? আজ অনেক মায়ের বুক খালি হল ! সেই সব মায়েরা কিভাবে আন্দোলন করবে, তার ছেলের জন্য? এর দায় নিবে কে?

যখন কোন মানুষ অতিরিক্ত হাসে , অকারনেই কোন খারাপ দিক দেখেও হাসে তাহলে সে ভিতরে অনেক একাকীত্ব বোধ করে প্রধান ৬ রাজাকার এর রায় দিতে সময় লাগতে পারে ৬ মাস, তাহলে যা হতে পারে। আজ দুপুর থেকে রাত ১০ টা পযন্ত দেশজুড়ে শিবিরের তাণ্ডব চলছে ৩ পুলিশসহ নিহত ৪৩ । এরা আজ দুপুর পযন্ত বেচে ছিল । এরা কি জানত তাদের পরিণতি এমন হবে? আজ অনেক মায়ের বুক খালি হল , শুধু একটা মানুষের জন্য । সেই সব মায়েরা কিভাবে আন্দোলন করবে, তার ছেলের জন্য? এর দায় নিবে কে? [ ভাই আমার কথা ঐটা না, আমার কথা হচ্ছে, দেশে রাজাকার দের বিচার অবশ্যই হবে, কিন্তু সব রাজাকার দের রায় একদিনে দিলে খুব ভালো হত সবার জন্য । যেমন ভালো হতঃ ১) জামায়াত্ ও শিবির একটানা ৭ দিন হরতাল দিত ২) সরকার তা কঠোর হাতে দমন করতো ৩) যারা বেশি তেরি বেড়ী করত, তারা তো সেভাবেই দমন হত ৪) দেশের অবস্থা খারাপ এর দিকে গেলে সেনা বাহিনী নামিয়ে দিত ৫) ৭ দিন পর পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেত । ৬) দেশে গৃহ যুদ্ধ হওয়ার সম্ভবনা হলেও তা থেমে যেত ৭) ৭ দিন পর , কেউ ভাবত না , আমার কান নিয়ে গেছে চিলে, তাই রাস্তায় রাস্তায় কেউ দৌড়ানো থেকে বিরত থাকতো ।] [একেক রাজাকার দের রায়, ১ মাস পর পর করে দিলে (৬ প্রধান রাজাকার এর রায় , ৬ মাস লাগবে) যেটা হতে পারেঃ ১) ১ মাসে, দুই তিন দিন পর পর জামায়াত শিবির এর হরতা্ল , অবরোধ , ভাঙচুর, ২) সরকারি ও বেসরকারি দল এর হাতা হাতি ৩) দেশে গৃহ যুদ্ধ হতে পারে ৪) এস এস সি পরীক্ষাথি দের পরীক্ষা দিনের পর দিন পিছিয়ে, পরাশুনার মন মানুষিকতা নষ্ট করে দিচ্ছে ৫) ছাত্র ছাত্রী দের ভিত্র আতংক বিরাজ করছে ৬) সাধারণ মানুষ বাড়ির বাইরে যেতে পারছে না, দিনের পর দিন ৭) ৬ মাসে দেশের ৭০ হাজার কোটি টাকারো বেশি ক্ষতি হতে পারে ।]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।