শীতকালীন মহড়ায় সেনাবাহিনীর একটি আগ্রবর্তী দল পর্যবেড়্গনে সাতক্ষীরায় পৌঁছেছে। বৃহস্পতিবার শতাধিক পরিমাণ সেনাবহিনীর দলটি জেলার কয়েকটি স্থান পরিদর্শন করে জেলা স্টেডিয়ামে অবস্থান করে। জেরা শহরে সেনাবাহিনীর কয়েকটি জিপগাড়ী পৌঁছানোর পরপরই সাতক্ষীরায় সেনা মোতায়েন হয়েছে বলে জেলাব্যাপী আলোচনা হতে থাকে। মূহুর্তের মধ্যে শহর থেকে উপজেরা সদর ও বিভিন্ন গ্রাম গঞ্জের হাট-বাজারে সেনাবাহিনীর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সাধারণ মানুষের মুখে মুখে চলে আসে নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরায় সহিংসতা এড়াতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ড.মুহা.আনোয়ার হোসেন হাওলাদার জানান, সাতক্ষীরায় সেনাবহিনীর একটি দল দুপুরে যশোর সেনানিবাস থেকে বহর নিয়ে সাতক্ষীরায় এসে পৌঁছায়। প্রথমে তারা তাদের থাকার জায়গা নির্ধারণের জন্য সাতক্ষীরা স্টেডিয়ামসহ আরও দু'একটি জায়গা পরিদর্শন করেন। ৫৫ পদাতিক ডিভিশনের শতাধিক পরিমাণ সেনা দলটি এখন সাতক্ষীরা স্টেডিয়ামে অবস্থান করছে। শীতকালীন মহড়ার অংশ হিসেবে তাদের সাতক্ষীরায় আগমণ। ২২ ডিসেম্বর সেনাবাহিনীর বাকী সদস্য সাতক্ষীরায় আসবেন বলে জানান তিনি।
সাতক্ষীরায় সেনা মোতায়েন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নিকট দাপ্তরিকভাবে এখনো কোন চিঠি পৌঁছায়নি। তবে আমি নিশ্চিত হয়েছি শীতকালীন মহড়ায় তারা সাতক্ষীরায় অবস্থান করছেন।
সাতক্ষীরা স্টেডিয়ামে অবস্থিত সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আনোয়ার হোসেন শীতকালীন মহাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, শুক্রবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সকল জেলা প্রশাসক ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ইতোমধ্যে সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা প্রশাসক ঢাকায় অবস্থান করছেন।
ওই বৈঠকে জেলা প্রশাসকরা তাদের চাহিদার কথা জানানোর পর সে অনুযায়ী সেনাবাহিনী মাঠে থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
এদিকে, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সেনাবাহিনীর একটি অগ্রবর্তী দল সাতক্ষীরায় এসেছে। তবে যতদূর জেনেছি এটি তাদের শীতকালীন মহড়ার একটি অংশ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।