হঠাৎ করে জানলাম ফেরেস্তা ও বেহেস্তের ভাষা নাকি আরবি, অবাক হলাম! তাহলে এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর ( মতান্তরে ) যারা পৃথিবীতে আসলো তারা কেন আরবী ভাষা নিয়ে এলো না। আল্লাহ্ নাকি পৃথিবীতে মুসা (আঃ) এর সঙ্গে সরাসরি কথপোকথন করেছেন (কোরআন তার সাক্ষি) সেই ভাষা কেন আরবী হলো না। আল্লাহ্ প্রিয় আরেক নবী ঈসা (আঃ) তার ভাষা কেন 'হিবরু' হলো, 'গ্রিক' হলো? ইসলাম জাতীর জনক নামে ক্ষ্যাত আল্লাহ্ র প্রিয় হাবিব ইব্রাহীম (আঃ) এর ভাষা কেন 'অরামিক' ছিলো? ইসলামের জনক তাঁর ভাষা কেন আরবী হলো । নূহ (আঃ), লূত (আঃ) এদের ভাষা কেন আরবী হলো না, কেউ উত্তর জানেন কি? প্লিজ জানালে নিজে জান্তাম আর কি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।