একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!
প্রথমে দূঃখ প্রকাশ করছি পর্ব-৪ এর দেরী হওয়ার জন্যে। অনেকগুলো ব্যস্ততার মধ্যে ইচ্ছে থাকা সত্ত্বেও পেরে উঠিনি। আশাকরি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
(আগের পর্বগুলো অর্থাৎ পর্ব-১, ২, এবং ৩ পড়ার সুবিধার্থে নিচে লিংক দেয়া হলো)
গত পর্বের পর...
২৮. মাতা-পিতাকে গালিদাতাঃ
যে ব্যক্তি তার মাতা-পিতাকে গালি দেয় তার উপর আল্লাহ লা'নত করেন। এ সম্পর্কে রাসূল (সা.) বলেন: "আল্লাহ ঐ ব্যক্তিকে লা'নত করেন যে তার মাতা পিতাকে গালি দেয়।
" (নাসাঈ ও বায়হাকী)।
আল্লাহ মানুষকে তার মাতা-পিতার আনুগত্য ফরজ করেছেন। সুতারাং দ্বীনের বিরুদ্ধে কোন আদেশ ছাড়া কোন অবস্থায় তাদের আনুগত্য খেলাপ করা যাবেনা। তাদের প্রতি কোন গালি দেয়াও যাবেনা। একদা রাসূল (সা.) বলেন: "মাতা-পিতাকে গালি দেয়া কবিরা গুণাহ।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন: হে রাসূলুল্লাহ (সা.)! মানুষ কি তার মাতা-পিতাকে গালি দেয়? উত্তরে তিনি বললেন: হ্যাঁ। কেউ কারো বাপকে গালি দিলে ঐ ব্যক্তি তার বাপকে গালি দেয়। অনুরুপভাবে, কেউ কারো মাকে গালি দিলে ঐ ব্যক্তি তার মাকে গালি দেয়। "
২৯. মাতা-পিতার নাফরমান:
যে ব্যক্তি তার মাতা-পিতার নাফরমানী করে তার উপর আল্লাহর লা'নত। কারণ, মাতা-পিতার নাফরমানী করা কবীরা (বড়) গুণাহের অর্ন্তগত।
রাসূল (সা.) বলেন: "আল্লাহ সাত আসমানের উপর থেকে সাত শ্রেণীর লোকের উপর লা'নত করেন। তার মধ্যে কয়েক শ্রেণীর লোকের কথা তিনি তিনবার আওড়ান। ... তম্মধ্যে এক প্রকার লোক হলো যারা তার মাতা-পিতার নাফরমানী করে। " (তাবরাণী ও হাকেম)
৩০. মাতা-পিতাকে লা'নত কারী:
যে ব্যক্তি তার মাতা-পিতাকে লা'নত করে আল্লাহও তার প্রতি লা'নত করেন। এ সম্পর্কে রাসূল (সা.) বলেন: "ঐ ব্যক্তির উপর আল্লাহ লা'নত করেন যে তার মাতা-পিতার উপর লা'নত করে।
... (মুসলীম ও নাসাঈ)
এখানে দেখা যাচ্ছে যে, যে কোন অবস্থায় মাতা-পিতার প্রতি আনুগত্য এবং তাদের প্রতি সদাচারণ করা প্রত্যেক সন্তানের প্রতি ফরজ (অবশ্যই কর্তব্য)। তাদের প্রতি যেমন সদাচারণ করতে হবে তেমনি তাদের প্রতি কোন প্রকার রূঢ় বা কুটুক্তিও করা যাবে না। এ সম্পর্কে পবিত্র কুরআনে এসেছে: "আল্লাহ বলেন: আল্লাহ এ ব্যাপারে ফায়সালা করে দিয়েছেন যে, তোমরা তাকে ব্যতীত অন্য কাউকে ইবাদাত করবে না। আর মাতা-পিতার প্রতি সদাচারণ করবে। যদি তারা উভয়েই বা যে কোন একজনকে তোমরা বৃদ্ধাবস্থায় পাও তাহলে তাদের সাথে সদাচারণ করবে।
কোন ক্রমেই তাদের প্রতি উহ্ শব্দটা পর্যন্ত উচ্চরণ করবে না। তাদের প্রতি কোন খারাপ উক্তিও করবে না। আর সব সময় তাদের প্রতি উত্তম কথা (আচরণ) বলবে। অর্থাৎ সম্মানের সাথে কথা ও আচরণ করবে। " (সূরা আল-ইসরা: ২৪)।
এ আয়াতের পরবর্তী আয়াতে (২৫ নং আয়াত) এ কথাও বলা হয়েছে যে, তাদের জন্যে তোমরা দোয়া করবে আল্লাহর কাছে এভাবে যে, হে আল্লাহ ! তুমি তাদের প্রতি রহমত বর্ষণ কর; এমন কোমল আচরণ কর যেমন ভাবে আমার (আমাদের) শিশু অবস্থায় করেছিলো।
বর্তমান অবস্থাতে আমরা আমাদের মাতা-পিতাকে প্রায় ভুলতে বসেছি। নিজেদের যতদিন দরকার ছিল তাদরকে কাজে লাগিয়েছি। আর যখন আমাদেরকে তাদের দরকার তখনই আমরা তাদেরকে অপ্রয়োজনীয় বস্তুর মত ছুড়ে ফেলে দিয়েছি। সভ্যতার নামে এক মর্মান্তিকতাকে আমরা বুকে লালন করছি।
তাইতো আমাদের মত অনুন্নত (উন্নয়নশীল) দেশেও গড়ে উঠেছে ওল্ডহোম (বৃদ্ধাশ্রম)। তবে আমরা সন্তানরা ভুলে যাচ্ছি আমাদের অদূর ভবিষ্যতকে। তাদের মত একদিন আমরাও বৃদ্ধাবস্থায় উপণীত হব। তখন আমাদেরও বাসস্থান হবে বৃদ্ধাশ্রম। নচিকেতার গান তাই যেন ঐসব মায়েদের পক্ষ থেকে সন্তানদের প্রতি একধরণের অভিশাপেরই নামান্তর।
তবুও আমাদের শিক্ষা হবে না। আফসোস!!!
এ ব্যাপারে অন্য একদিন সবিস্তারে লিখব, ইনশাআল্লাহ।
৩১. আত্বীয়তা সম্পর্ক ছিন্নকারী:
(চলবে....)
(পর্ব-১ পড়তে এখানে ক্লিক করুন। )
(পর্ব-২ পড়তে এখানে ক্লিক করুন। )
(পর্ব-৩ পড়তে এখানে ক্লিক করুন।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।