সবাইকে শুভেচ্ছা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি একটা ছোট আবদার নিয়ে এসেছি মেহেদী ভাইয়ের কাছে, আশাকরি আপনারাও আমার সাথে যোগ দিবেন।
কম্পিউটারে বাংলা লেখা আমার দ্বারা হত সন্দেহ ছিল, যদি না অভ্র থাকত। বিজয়ের উপরে আমার কোন দিন আগ্রহ ছিল না। কম্পিউটারে লেখালেখি করা তেমন একটা হত না, তাও যদি বিজয় কিবোর্ড মুখস্থ করে বাংলা লেখা লাগত সে বাংলা আমার লেখা হত না।
যা-ই হোক এবার কাজের কথায় আসি।
সবার আগে আমি মেহেদী ভাইকে জানাই আমারা অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান ও শ্রদ্ধা। তিনি অভ্র তৈরি করে আমাদের বাংলা লেখার সুযোগ করে দিয়েছেন এতে আমরা তাঁর কাছে চির-কৃতজ্ঞ।
ভাষা হোক উন্মুক্ত
যে ভাষার জন্য আমরা রক্ত ঝরিয়েছি সেই ভাষায় লিখতে কেন আমাকে একটা কী-বোর্ড কিনে ব্যাবহার করতে হবে? এর পরের ঘটনা আপনারা আমার থেকে ভাল জানেন....................................... তাই বললাম না।
মেহেদী ভাই আমাদের জন্য যে কাজটি করেছেন তার জন্য তাঁকে রাষ্ট্রীয়-ভাবে সম্মানিত করা হোক, এটা হয়তো আমার একার কথা না...........নতুন প্রজন্মের সকল অভিযাত্রীর।
কিছুদিন আগে অভ্র’র লেটেস্ট ভার্শন ৫.৫ বের হয়েছে। আর অভ্রের সাথে আগেই অভ্র স্পেল চেকার যোগ করা হয়েছে। এখন আরও শক্তিশালী বাংলা কী-বোর্ড অভ্র।
এখন কথা হল বাংলা ভাষার যাবতীয় সকল কাজ অভ্রের সহায়তায় করতে পারছি, সে জন্য আমাদের এখন আর কোন কাগু-দের ধার ধারতে হয় না।
এবার বাংলায় আর একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হল বাংলা ও.সি.আর।
এই কাজটাও করার জন্য আমরা অভ্রই ব্যাবহার করতে চাই। আর এটাই আমাদের আবদার মেহেদী ভাইয়ের কাছে। আশা করি আমরা কিছু চাইলে, তিনি আমাদের জন্য অবশ্যই করবে।
তাই আমাদের আবদার অভ্রের সাথে বাংলা ও.সি.আর চাই।
আসলে কথাগুলো আমি সেভাবে গুছিয়ে বলতে পারিনি, আপনারা যদি মনে করেন আরও ভাল করে লেখা দরকার, তাহলে এই জিনিসটা নিয়ে টপ-টিউনারদের মধ্যে কেউ একজন গুছিয়ে লিখে আর একটা টিউন করবেন এবং মেহেদী ভাইয়ের কাছে পৌঁছে দিবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।