আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০ শিক্ষাবর্ষে প্রকেৌশল অনুষদে (H- Unit) ভর্তির নিমিত্তে নিয়ম বর্হিভুত অপেক্ষমান মেধা তালিকা প্রকাশ প্রসেঙ্গ।

এমন েদশিট েকাথাো তুিম পােবনােকা খুেজ, সকলেদেশর রানী েস েয অামার জন্মভুিম।

পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রী সারাদেশব্যপি ছড়িয়ে আছে। যেহেতু ভর্তিচ্ছুরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবষ্তিত এবং আবেদনপত্র জমা দেওয়া কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ব্যপার, এজন্য আইটির জগতে আবেদন প্রক্রিয়া এস. এম. এস এর মাধ্যমে সম্পন্ন করা হয়। এবং এ সম্পর্কিত ভর্তির যাবতীয় ফলাফল, মেধা তালিকা, অপেক্ষমান মেধাতালিকা, ভর্তির নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। এতদঅনুষারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকেৌশল অনুষদের মেধিতালিকা ০২/১২/২০১০ ইং তারিখে মেধাক্রেম ১০-৩৭৯ পর্যন্ত ১৯৫ জনের তালিকা ওয়েব সাইটে দেওয়া হয়।

এবং তাদেরকে ১১/১২/২০১০ ইং তারিখ থেকে ২০/১২/২০১০ ইং তারিখের মধ্যে ভর্তির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ৩৮০ থেকে ১২৪৮ পর্য্যন্ত ৫৪৭ জনের অপেক্ষমান তালিকা ওয়েব সাইটে আকারে প্রকাশ করা হয়। বিভাগে সিট খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ২১/১২/২০১০ ইং তারিখে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিত তালিকা প্রকাশ এবং তাদেরকে ২৬/১২/২০১০ ইং তারিখের মধ্যে ভর্তি হওয়ার কথা নোটিশে উল্লেখ ছিল । পুনরায় সিট খালি হওয়া সাপেক্ষে তৃতীয় নির্বাচিত তালিকা ২৭/১২/২০১০ ইং তারিখে প্রকাশ এবং ০২/০১/২০১১ ইং তারিখের মধ্যে ভর্তি হওয়ার কথা। পরবর্তীতে অপেক্ষমান মেধাক্রমানুযায়ী ৩৮০ থেকে ৬২৩ পর্য্যন্ত (১৭৪ জনের) কোনো তালিকা ওয়েব সাইটে প্রকাশ না করে ১০/০১/২০১১ ইং তারিখে ৬২৪ থেকে ৯৩৬ পর্য্যন্ত (৩৭৬ জনের)তালিকা ওয়েব সাইটে প্রকাশ করে।

অথচ প্রতিয়মান হচ্ছে যে, বিজনেস স্টাডিস, জুলজি, বোটানি ও অন্যান্য অনুষদ যথা সময়ে নিয়মানুযায়ী ওয়েব সাইটে তালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম পরিচালনা করেছ। এমতাবস্থায় অপেক্ষমান মেধাক্রমানুযায়ী ৩৮০ থেকে ৬২৩ পর্য্যন্ত ১৭৪ জন ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীর তালিকা কেন ওয়েব সাইটে প্রকাশ করা হল না? এই ১৭৪ জনকে বাদ রেখে কেন মেধাক্রম ৬২৪ থেকে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল? কার ইঙ্গিতে, কোন সংস্থার প্ররোচনায় এই মেধাবী ছাত্র ছাত্রীদের ভর্তি হতে বন্ঞিত করা হল? তারা তাদের পছন্দ অনুযায়ী অনেকেই কমাপিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিনিকেশন ইন্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ পেত। এখন বিশ্ববিদ্যালয়ের কর্তব্য এই ভুল সংশোধন করে বন্ঞিত ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদেরকে তাদের পছন্দ অনুযায়ী ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ করে দেওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।