একজন বাস্তববাদী মানুষ আমি এখন দাড়িয়ে আছি আরডি মার্কেটের সামনে।
এমনসময় হঠাৎ কুক্কুরুত কুক্কুরুত শব্দ। আরডি তে মোরগ আসল কোথা হতে । তাও শব্দ টা আমার পকেট থেকে। ও মাজেদা খালার দেয়া ফোন।
“ হ্যালো, খালা কিছু বলবে ?”
“হিমু তুই কই রে ? তোকে খুজেই পাচ্ছিনা। যাই হোক শুন তোর জন্য সারপ্রাইজ আছে। তাড়াতাড়ি বাসায় আয় বলেই ফোন তা রেখে দিলেন।
আমি এখন মাজেদা খালার বাসায়।
বাসায় ঢুকতেই খালা এক গাল হেসে বললেন, ড্রয়িং রুমে যা এক জন ভদ্রলোক অপেক্ষা করছেন ।
খালা পরিচয় করিয়ে দিলেন, ইনি বাদুরতলা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডঃ ফা্রতুজা আলি । উনি এসেছেন তোর সাথে দেখা করতে।
ভদ্রলোকের সাথে কথা হচ্ছে। ।
“বুঝলে হিমু! তোমার কথা অনেক শুনেছি।
তুমি নাকি যেকোন সমস্যা সমাধান করে দিতে পারো!”
আমি মধুর ভঙ্গীতে হাসলাম।
- “তাছাড়া তোমার নাকি সুপার ন্যাচারাল পাওয়ারও আছে”
আমি আবার হাসলাম।
- “তাহলে শুনো! তোমাকে যে জন্য ডেকেছি! আমি বিরাট ঝামেলায় পড়েছি। আমার এত সম্মান, এত ডিগ্রী, কিন্তু আমি ভিসি হতে পারছিনা। একটি কুচক্রি মহল আমার এই প্রতিভা বিকাশে বাধা দিচ্ছে।
এটা কোন ব্যাপার হলো?
আমি চোখে মুখে সিরিয়াস ভাব এনে বললাম
- “একশবার। এটা ষড়যন্ত্র। এটা জাতীয় স্বপ্নের পরিপন্থি”
- “এইতো তুমি বুঝেছো! কিন্তু সমস্যাটা হলো কোথাকার কোন কদু মিয়া এখন ভিসি । কি তাজ্জব ব্যাপার! ঐ কদু মিয়া আবার আমার ডিপার্টমেন্ট এর লোক না!”
আমি ভদ্র লোক কে কানে কানে কিছু কথা বললাম। সাথে সাথেই উনি হেসে বললেন, হিমু ইউ আর এ জিনিয়াস।
খালার বাসা থেকে বের হলাম, আজ বিকালে কিছুক্ষণ হাটব। হাটা আর হল না। একটু পর আরেকটা ফোন।
“হ্যালো, হিমু ভাই আপনাকে খুব দরকার। আমি তালাইমারিতে বৈশাখি হোটেল এ।
একটু আসেন। ”
ছেলেটার সাথে কথা হচ্ছে। ।
“হিমু ভাই আপনি তো অনেক জটিল সমস্যার সমাধান দেন, আমার এই সমস্যা্টা যদি দেখতেন। ”
বল কি করতে পারি,
“আমি একটা মেয়েকে ভালবাসি।
কিন্তু সে কোনো রিলেশন এ আসতে রাজি না। ”
আমি তুড়ি মেরে বললাম - “তথাস্তু”
হয়ে যাবে।
একদিন সকাল। ।
শুয়ে আছি।
খবরের কাগজ এ চোখ বুলাছি। একটা অংশে বেশ বড় বড় করে লেখা
“বাদুরতলা বিশ্ববিদ্যালয় এর ভিসি নিখোজ। প্রো ভিসি ডঃ ফা্রতুজা আলি কে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ”
যা হোক ভদ্রলোকের সম্মান রক্ষা হল।
আমি তৃপ্তি্র ঢেকুর তুল্লাম।
এখন ছেলেটার খবরের অপেক্ষায় আছি।
(হিমু স্পেশাল এডিসন) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।