ইচ্ছে হল এক ধরনের পাগলা জগাই হঠাৎ করে ফেলতে পারে যা খুশি তাই ভর্তি পরীক্বা আরো দুইদিন বাদে । আগে আসার কারন টিকিট নাই । ৬,৭,৮ কোন টিকিট নাই । এখান থেকে যাব ঢাকা । ঢাকার টিকিট নাই ।
পরে অনেক কষ্টে ৯ তারিখ টিকিট পেয়েছি । যে বাস এর টিকিট ! দোয়া করবেন যেন বেঁচে ঢাকায় যাই । !
যা বলছিলাম তা থেকে দূরে চলে আসছি । রাজশাহী যাওয়ার জন্য ৭.৩০ এ এক বাসে উঠলাম । কিছুক্বন পর নেমে ও যেতে হল ।
কারন বাসে লোক বেশী । কিছু লাকি আরেক বাসে যাওয়ার জন্য র্নিবাচিত হয়েছেন । তাদের মধ্যে আমি ও ছিলাম । ব্যপার টা হল বাস টা ভাল হলে ও আমার সিট এর বল্টু নষ্ট । এটা অটো পিছনে চলে যায় ।
তাই সারা রাত পিঠ সোজা করে যেতে হয়েছে । সুপারভাইজার সুন্দর মুখ করে বলল , "সিট তো নষ্ট । ঠিক হবে না । " :-( :-(
এর মধ্যে আমার আশেপাশে র সবার বাতাসে এল্যাজীঁ । আমি জানালা খোলা রাখভে চাই , খুলতে তো পারি না এদের জন্য ।
হোটেল একটায় খাওয়ার এত দাম , খাওয়ার আগ্রহ ই চলে যায় দাম শুনে ।
দেখার মধ্যে দেখলাম যমুনা ব্রীজ । নদীর বিশালতা , অন্ধকার দুনিয়া । আধারে ঘেরা গাছপালা । " সোনার তরী " কবিতার কথা মনে হচ্ছিল ।
অন্ধকার এর মধ্যে ছুটে চলা বাসে মাঝির কথা মনে হচ্ছিল , তার একাকিত্ব অনুভব করছিলাম । প্রচন্ড গতিভে ছুটে চলা বাসে খালি মনে হচ্ছিল "এপারেতে ছোট খেত , আমি একেলা ......" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।