এক দেশে শুধু কিছু ছাগল এবং অনেক গাধা বাস করতো ।
আমি বিস্তারিত না বললে হয়তো কোন দেশটার কথা বলছি কেউ বুঝবো না ।
তাই একটু সহজ করে দিচ্ছি ... যে দেশে ...
১) অর্জন এর চেয়ে রক্ষা সহজ মনে করে.....
২) সবার ধারণা দেশে রাজাকার, রাস্ট্র দ্রৌহিতা একবারই হয় । নিজেদের দোষ আড়াল করে রাজাকার, রাস্ট্র দ্রৌহিতা থেকে বড় ক্ষতি করে যাচ্ছে রাজনীতির পোশাক পড়ে।
৩) যে দেশে খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রন করে অন্য দেশে ব্যবসায়ী।
সেই দেশের কথা বলছি ....
গল্পটা হলো .....
গাধা ও ছাগল গুলো এক সাথে বাস করে ......
গাধা সকালে উঠে তার দেহ থেকে তিনগুন ওজনের বস্তা নিয়ে সে মাঠে যাত্রা করে সকারের পানি পিপাসা দুপুরের পর বিকালে মিটে । সারা দিন কষ্ট করে এই বাজারের মাল ৗ বাজারে নিয়ে বেড়ায় সন্ধায় ঘরে ফিরে দু'মোঠো খর তার কপালে জোটে।
ছাগল সকালে উঠে কাঁঠল পাতা তার রেডি করা থাকে !!! তারপর সারা দিন এই মাঠ থেকে ৗ মাঠে মনের আনন্দে ঘুরে বেড়ায়। দুপুরে খল-বুশি-আয়োডিন কতকিছু। বিকালে ২-৩ তা মাঠে ঘাস খেলে খায় না খেলে নাই ... কত আদর যন্ত ভালবাসা.... আহা......
রাতে সবাই একই সাথে ঘুমায় একদিন একটি ছাগল বে.. বে.. বে করে হেসে বলল গাধা তোর খবর কি ???? বে ... মে.. মে.. গাধা বলল "আছি কোন রকম"..... "সারা দিন কষ্ট আরামের ঘুম দিচ্ছি .. আমাকে ঘুমাতে দাও"... ছাগল আবার হেসে বল ল মে ........... মে.......... মে... গাধা আবার গাড় তুলে জানালার ফাকে আকাশের দিকে তাকালো .... ছাগল আবার হেসে বল ল মে ........... মে.......... মে..... মে...... গাধা বলল ... ছাগল ... মে..... মে.. করিছ না এই দেখ কুরবাণী ঈদের চাঁদ উঠেছে... তোর আয়ু আর বেশি দিন নাই.......................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।