১. প্রেম কি আর (দুষ্ট পদ্য)
প্রেম কি আর মুরগীর ডিম
তা দিলেই ফুটবে ছানা,
প্রেম কি আর লক্ষী লাটিম
অসময়ে ঘুরতে মানা,
প্রেম কি আর নরম জাজিম
ঘুমের ঘোরে দিনকানা,
প্রেম কি আর যম তিতা নিম
কবিরাজী ওষুধ বানা,
প্রেম কি আর পুরানো সীম
টকটাইম পাড়বে ছানা।
প্রেম কি আর পদ্য আমার
ভুল হবেনা অনুভবে
প্রেমের পাখি মনের খাঁচায়
পোষ মেনেছে সত্যি কবে!!
২. ইমপসিবল
শীতের রাতে হিম পসিবল
তিতার কাজে নিম পসিবল
আধো ঘূমে ঝিম পসিবল
মুরগী পুষে ডিম পসিবল
বাসন ধোয়ায় ভিম পসিবল
তুমি আমি পাশাপাশি
এটাই শূধু ইমপসিবল!!!
৩. সবিনয় নিবেদন
সবিনয় নিবেদন এই যে,
এই আমি সেই আমি নেই যে
আজ আর হারাইনা খেই যে
সুযোগে সাইজ করে দেই যে।
কার সাথে কোনখানে বিজি সে
কার সাথে কতটুকু ইজি সে,
কার সব আবদারে "জ্বি জ্বি" সে
পুড়িনা ঈর্ষার গাঢ় ডিজিসে।
একদা তার কথা ভাবতাম
আবেগে থরথর কাঁপতাম,
স্বপ্নের সরোবরে নামতাম
শীত রাতে দর দর ঘামতাম।
মনে মনে তার হাত ধরতাম
ডিজুসের ব্যকরণ পড়তাম,
বিরহের তাপানলে মরতাম
মিসকলে কিসকল করতাম।
মেনে নিত খুশী মনে সব সে
টেনে নিত কাছাকাছি আপোষে,
জানালোনা কি কারণ কি দোষে
একদিন ফেলে দিল পাপোষে।
তারপর কিছুদিন এলোমেলো
সময় যে কোথা দিয়ে চলে গেল,
একদিন হাসিমুখে ফিরে এলো
অনুরোধ মোর সাথে 'পাখা মেল। '
অতএব, আবেদন এই যে,
এই আমি সেই আমি নেই যে
দিয়েছিলে তুমি বাঁশ সেই যে
সেই বাঁশ আমি আজ দেই যে।
(এই পদ্যগুলো এই ব্লগে বিভিন্ন সময় পোস্ট করেছিলাম। ঈদ উপলক্ষ্যে সামান্য আনন্দ দানের জন্য আবার পোস্ট করলাম।
আপনারা আনন্দিত হলে খুশী হবো। আপনাদের সকলের ঈদ আনন্দে কাটুক।
আমার ঈদ এবার ভালো যাবেনা। কেন যাবেনা যারা নিচের লিংকটি পরেছেন তারা জানেন -
কাল ঈদ: আজ আমার মন ভীষণ খারাপ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।