ফুরিয়ে গেলে অনুভব নিষাদ জোৎস্নায়-
তবেই কি ফেরার সময় হবে তোমার ?
কানা গলি, সরু গলি,খোলাগলি- সব
জায়গাতেই ঢুঁ মেরেছি... আলো থেকে
ফিকে অন্ধকারে সরে গিয়ে লুকাতে
চেয়েছি ছায়া । নীর্জনতাকে দূরে ঠেলে
দিয়ে নিজের হাতকে পঙ্গু করে রেখেছি-
অথচ ভুল করেও ঠিক পথটি
খুঁজে পাই নি ।
জানতে জানতে অনেক আকাশকে
তিরষ্কার করতাম আগে, পকেটে মার্বেল
রাখিনি নক্ষত্রদের মায়া করে, কলম
কামড়ে- কপাল ভাজ করে ঘন্টার পর
ঘন্টা বসে থেকেছি, কফির কাপ নিয়ে
এসে সে বলেনি..."যথেষ্ট হয়েছে ...!!"
দেখতে দেখতে ক্লান্ত আমি, ভুলগুলো মুখস্থ
এখন আমার, চোখের পাপড়ির প্রতিটি
স্পন্দনের অর্থ আমি জানি, ওহী নাযিল
হয় না বলে আমি মহাপুরুষ না- কিন্তু
বাকি সবাই মহামানব, ত্যাগে তিতক্ষায়
সবার মৌনতা কর্কশ হয়ে কানে বাজে ।
হাত বাড়ালেই কি আর কখনো তুলে
দিতে পারব ফুটপাতে ফেলে
আসা সাতাশ কোটি নিশুতি জোৎস্না...!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।