আমাদের কথা খুঁজে নিন

   

বাঘিনীর স্বামী হলো নাভানার ইন্জিনীয়ার

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে আনন্দ নিয়ে নতুন প্রাণে লাস্যময়ী সুন্দরীকে প্রথম দিলাম শীষ ক্লাসে ঢুকেই বুঝেছি কী যে ভুল করেছি সুন্দরীতো যে কেউনা,এতো ম্যাডাম বিলকিস। ম্যাডাম বলে-এই ছেলে পড়েছো বাছা যাতাকলে শুরুতেই এমন লুল প্রতিভা মনদিয়ে পড়ো ভালো রেজাল্ট করো আমার চেয়ে সুন্দরি বউ পাবা। আমারতো আর তর সয়না কী যে এক যাতনা শিক্ষাজীবন হলো পার ড্রেস আপ আমার চেন্জ হলো গেট আপ ভীষন পাল্টে গেলো খুললোনা তবু আমার প্রেমের দুয়ার। একদিন চুলকে করে স্পাইক হাকিয়ে মোটর বাইক ফুকছি বিড়ি আড্ডায় অদূরে মহিলা হোস্টেলের মালিনি অন্য নাম তার বাঘিনী আমার দিকে কেমন যেন থাকায়। প্রভু করো রক্ষা আর কতো অপেক্ষা যা থাকে কপালে বাঘিনীই ভালো মনে মনে ভাবিয়া দিলাম চোখ মারিয়া প্রেমের দুয়ার বুঝি এবার খুললো। বাঘিনী দারুন বেশে বসেছে আমার মোটর ঘেসে বলে আমায় -দাও পরিচয় এবার বলি আমি হাসি হাসি সেলারি পাই অনেক বেশি পরিচয় হলো আমার-নাভানার ইন্জিনীয়ার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।