বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি যে সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র ....
আমাদের দেশে মাত্র ৩১ টি সরকারী বিশ্ববিদ্যালয় আছে। প্রয়োজনের তুলনায় যা অত্যন্ত নগন্য। কেন নতুন করে বিশ্ববিদ্যালয় স্হাপন করা হচ্ছে না ??? বেসরকারী বিশ্ববিদ্যালয় নিয়ে জলঘোলা তো আর কম হলনা। তাদের স্হায়ী ক্যাম্পাসে যাওয়া নিয়ে অনেক অনেক মত আছে।
তারা নিজেদের উদ্যোগে যে শিক্ষা সেবা দিচ্ছে, তাকে মন্দের ভালো বলা গেলেও এর মান নিয়ে কোন মহলেই ভাল কথা শোনা যায়না। দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ১ম সারির কিছু বাদে বেশির ভাগেরই মান ভালনা। এটা নিয়ে কোন দ্বিমত কারো নেই।
এখন কি করা উচিত, এ অবস্হা বছরের পর বছর
চলতে দেয়া ??? নাকি
এখনই আরো ১০-১২ টি অথবা প্রয়োজনবোধে ২০ টির মত নতুন সরকারী সরকারী বিশ্ববিদ্যালয় স্হাপন করা উচিত ???
আমাদের দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের দৃষ্টি আকর্ষণ করছি।
আমি এ বিষয়ে কিছু লেখা আগামীতে ব্লগে লিখব।
আজ শুধুমাত্র সূচনা করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।