"স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছা করি, যত দিন স্বপ্ন দেখার ক্ষমতা আছে, তত দিন যেন বাঁচি।
ইন্টারনেটে ব্রাউজিং করার জন্য আমরা ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি ব্রাউজার ব্যবহার করে থাকি। কারো কাছে অপেরা ফার্স্ট আবার কারো কাছে মজিলা ফায়ারফক্স ফার্স্ট । ব্রাউজারগুলোর মাঝে কোনটা লোড হতে সময় বেশী নেয় , আবার কোনটা দ্রতগতিতে লোড হয়।
সাম্প্রতিক এই প্রথম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওয়েব ব্রাউজার তৈরী করেছে। ‘এপিক’ নামের ব্রাউজারটি তৈরি করেছে সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান হিডেন রিফ্লেক্স। ওপেন সোর্সভিত্তিক ব্রাউজার মজিলা ফায়ারফক্স কোডিংয়ের ওপর ভিত্তি করে এপিক তৈরি করা হয়েছে। ফায়ারফক্সের সকল এডঅন "এপিক" এ সাপোর্ট করে। অনেকেই দাবী করছেন “এপিক” হলো এখন সবচেয়ে দ্রুতগতির ওয়েব ব্রাউজার।
আপনার নেট স্পীড যদি আমার মতো স্লো হয়, তাহলে আপনি একবার 'এপিক' ব্যবহার করে দেখতে পারেন।
এপিকের সাইডবারের মাধ্যমে ব্যবহারকারীরা জি-মেইল, ইয়াহু মেইল , ভিডিও, সংবাদপত্রের আপডেট, সরাসরি টেলিভিশন সংবাদ, ভারতীয় গান,, ফেসবৃক,টুইটার, ক্রিকেট স্কোর সহ আরো অনেক কিছুর আপডেট দেখতে পাবেন। এটা মুলত ভারতের বিশাল জনসংখ্যার কথা চিন্তা করেই নিজেদের জন্য তৈরি করেছে এবং অন্যান্য থিম ছাড়াও দেড় হাজারের বেশি ভারতীয় থিম থেকে পছন্দেরটি বেছে নেওয়ার সুযোগ আছে। ভারতের আঞ্চলিক ১২টি ভাষা সমর্থন করে 'এপিক' সাথে বাংলা’তো আছেই। ব্রাউজারটি তার নিজস্ব ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।