আমাদের কথা খুঁজে নিন

   

সুপার ন্যাচেরাল

হৃদয় ছবি

আমরা সবাই জানি যে মানুষ সুপার ন্যাচেরাল শক্তির অধিকারী নয়। সুপার ন্যাচেরাল হলো এমন এক গুন যা দিয়ে প্রত্যাক্ষভাবে না দেখেও সঠিক ভাবে সেন্স করার একটি ক্ষমতা। কিছু উদাহরন দিলে হয়তো একটু ক্লিয়ার হতে পারে। (যাদের সুপার ন্যাচেরাল সম্পর্কে আইডিয়া আছে তারা এই প‌্যারাটি ইগনোর করতে পারেন)। উদাহরণ: কোথাও কোনো বিপদ ঘটার আগে স্পাইডার ম্যান সেটা সেন্স করতে পারে।

আবার সাগরের নিচে এক বিশেষ প্রজাতীর মাছের ভেতরে কম্পাস সেন্স থাকায় গভির জলেও সে দিক শুন্য হয়ে হারিয়ে যায় না। আবার বাদুর এর সুপার-সনিক শব্দের মাধ্যমে চোখ ছাড়াই উরতে পারে। আমাদের সুপার ন্যাচেরাল ক্ষমতা নেই বলে মন খারাপ হচ্ছে? আমাদের যে সুপার ন্যাচেরাল ক্ষমতা আছে সেটা সব কিছুর সেরা। সেটা হলো আমাদের বুদ্ধি। কোনো কিছু সমাধান করার ক্ষমতা, অজানা কিছু সম্পর্কে শিক্ষার ক্ষমতা, ডিসিশান নেবার ক্ষমতা।

হয়তো আমাদের এ গুনটা অলরেডি আছে বলে আমরা অনুভব করতে পারি না। মানুষের বুদ্ধি হলো সব চেয়ে সেরা সুপার ন্যাচেরাল, যার কারণে আপনি আমার লেখা ব্লগটি পড়ছেন। আবার বাদুর বা মাছের সুপার ন্যাচেরাল শক্তি বৃদ্ধি পায় না। কিন্তু মানুষের সুপার ন্যাচেরাল দিনে দিনে চর্চার মাদ্ধমে বৃদ্ধি লাভ করে। এক জেনারেশান যেখানে তাদের শিক্ষা শেষ করে, তার পরবর্তি জেনারেশান স্বল্প শিক্ষাতে তা শিখে ফেলে এবং তাদের বুদ্ধির প্রয়োগ ও বৃদ্ধি পায়।

যার কারনে আমার দাদা সেসব বিষয়কে সপ্ন ভাবতেন সেগুলো আমরা বাস্তবে হাতে পাচ্ছি। তাই সবসময় আমাদের নেক্সট জেনারেশান এর সুশিক্ষায় আমাদের সর্বস্রম প্রয়োগ করা উচিত। এটা নিয়ে ব্যাবসা না সাজিয়ে আমাদের অন্তরের সকল শিক্ষাগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া উচিত (আমাদের শিক্ষকদের মাঝে যেটার খুব অভাব পরিলক্ষিত হয়)। শিক্ষা যে শুধু শিক্ষকই দিবেন এমন নয়। আমাদের বয়োজ্যাষ্টগন জীবন থেকে এমন অনেক শিক্ষা লাভ করেছেন যা অনেক নবীন শিক্ষকদের ও অজানা।

আসুন আমরা সবাই মন খুলে সবার সাথে ভালো জ্ঞ্যান গুলো শেয়ার করি এবং আমাদের নেক্সট জেনারেশান এর সুশিক্ষার জন্য আমাদের প্রচেষ্টা আরো বাড়িয়ে দেই। ধন্যবাদ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।