আমাদের কথা খুঁজে নিন

   

সুপার মডেল, সুপারস্টারের পর এবার সুপার ইমাম।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

হাঁ হাঁ হাঁ হাঁ.............। বিষয়টা বেশ মজাদার মনেহলো, তাই সরাসরি কপি পোষ্ট করলাম, ভালো লাগলে প্লাসদিয়েনা না লাগলে মানিয়াস। ============================= টেলিভিশনে বিভিন্ন ধরণের সুপারস্টার কাস্টিং শো হয়ে থাকে৷ কেউ হতে চায় গায়িকা, কেই নায়িকা কেউ সুপার মডেল৷ তবে মালয়শিয়ায় এবার তরুণরা জড়ো হয়েছে সুপার ইমাম হওয়ার জন্য৷ অনুষ্ঠানের নাম ‘ইমাম মুদা'৷ ইমাম মুদা অনুষ্ঠানের পুরস্কার ? কোন টিভিতে বা সিনেমাতে অভিনয়ের সুযোগ নয়৷ মদিনা বিশ্ববিদ্যালয়ে ইমাম হওয়ার প্রশিক্ষণ এবং তা বৃত্তি সহ৷ প্রতি শুক্রবার প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি৷ যে কোন কাস্টিং শোতে দেখা যাবে অত্যন্ত সুন্দরী তরুণী এবং সুর্দশন তরুণরা হাজির৷ তারা অভিনয় করছে, নাচছে, গান গাইছে৷ তবে সুপার ইমাম কাস্টিং শোতে কেউ এসব করছে না৷ তবে তারা কী করছে ? তাদের কোরআন তেলাওয়াৎ করতে হচ্ছে, ইসলাম ধর্মানুযায়ী দাফন-কাফনের সম্পূর্ণ রীতির বিশদ বর্ণনা দিতে হচ্ছে৷ একটি মেয়ে গর্ভবতী হয়ে পড়লে কোন ধরণের পরামর্শ মেয়েটিকে দেওয়া প্রয়োজন তা জানাতে হচ্ছে৷ মালয়শিয়ায় সুপার ইমাম শো ‘ইমাম মুদা' চালু হয়েছে৷ দশজন তরুণ অংশগ্রহণ করেছে এই শো-তে৷ তারা কোরআন তেলাওয়াৎ করে, দর্শক এবং জুরিমন্ডলীর মন জয় করতে চাচ্ছে৷ তাহলেই মদিনা বিশ্ববিদ্যালয়ে ইমাম হওয়ার জন্য বৃত্তি পাওয়া যাবে৷ সবার পরণে কালো পোশাক৷ সম্পূর্ণ দেহ আবৃত, একেবারে পা পর্যন্ত৷ তবে শেষ পর্যন্ত কে টিকে থাকবে বা কে বিদায় নেবে সে সিদ্ধান্ত নিচ্ছে দর্শকরা৷ প্রথামিক পর্যায়ে টিভি ক্যামেরার সামনে এসব তরুণদের লাশ পর্যন্ত ধোয়ার নিয়মগুলোও দেখাতে হয়েছে৷ কবর দেওয়াও দেখাতে হয়েছে৷ যখনই কেউ মারা গেছে ডাক পড়েছে এসব তরুণদের এবং তাদের সঙ্গে হাজির হয়েছে কাস্টিং শো-র ক্যামেরা ক্রু৷ ২৬ বছর বয়সী আশিরাফ রেজওয়ান দশ জন তরুণদের একজন৷ তিনি জানান, ‘‘আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত৷ সবাই নাচে-গায় আর আমরা আমাদের ধর্মকে তুলে ধরার চেষ্টা করছি৷ এর আগে কোন ধর্মকে এভাবে তুলে ধরা হয়নি৷‘ইমাম মুদা'র মত অনুষ্ঠান অন্য কোথাও নেই৷'' ১৯ থেকে ২৭ বছরের প্রার্থীদের ভীড় দেখা গেছে এই অনুষ্ঠানে৷ কেউ কাজ করছেন কৃষক হিসেবে, কেউ ব্যাংকার৷ কেউই আগে ইমামতি করেননি৷ তবে ধর্মীয় অনুপ্রেরণা সবার মধ্যেই আছে৷ সবাই তা প্রমাণ করতে চান৷ প্রতিবেদন: মারিনা জোয়ারদার সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক ==================== সুত্র Click This Link ======= আমাদের দেশে এমন হলে কেমন হবে, আপনার মতামত কি??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।