সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বরী এলাকা থেকে পুলিশ বিদেশী তৈরি ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ আজ ভোরে সুন্দরবনের গভীরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশী দু'নলা বন্দুক ২টি, একনলা বন্দুক ৪টি ও টুটোবার রাইফেল ১টি।
শ্যামনগর থানার ওসি আসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ১৮ জুলাই শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে ১টি অস্ত্র ও ৬ রাউন্ডগুলিসহ মিলন (৩৮) নামের এক বনদস্যু আত্মসমর্পন করে। তার বাড়ি শ্যামনগরের গাবুরায়।
গত ৪ আগস্ট পুলিশ মিলনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে বেশ কিছু তথ্য দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নয় নম্বর সোরা গ্রাম থেকে আল-আমিন (৪০) নামের এক বনদস্যুকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ তাদের দুই জনকে নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বরী এলাকায় গতকাল রাতেই অভিযানে নামে। রাতভর অভিযান চালিয়ে আজ ভোরে ৭টি বিদেশী অস্ত্র উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র নিয়ে সুন্দরবন থেকে পুলিশ লোকালয়ের দিকে রওনা হয়েছে বলে ওসি আসলাম খান জানিয়েছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা লোকালয়ে পৌঁছায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।