আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনের জেলে

আমার ব্যক্তিগত ব্লগ

টাইগার পয়েন্টে একটা খারি দিয়ে ঢোকার পথেই চোখে পড়ল "মাছ ধরা নিষেধ"। একটা ছোট টিনের সাইন বোর্ড, জং পড়ে গেছে, লেখা কিছুটা ঝাপসা হয়ে গেছে। বোঝা গেল। বেশ আগে থেকেই এখানে মাছ ধরা নিষেধ। খাড়িতে নৌকা দিয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলাম।

এক জায়গায় পানির দুপাশে বাশ দিয়ে জাল টানানো আছে। গাইড বললেন, জোয়ারে পানি বেড়ে গেলে জাল ডুবে যায়, তারপর ভাটার সময় পানি নামলে, জালে মাছ আটকা পড়ে। শুধু মাছ না। শাপ এবং আরো অন্যান্য সামদ্্রিক জীবও আটকা পড়ে মরে। এভাবে মাছ ধরা খুবই খারাপ।

একজায়গায় দেখলাম সাদা-কালো ডোরা কাটা একটা শাপ মাটিতে শুয়ে আছে। আসলে জালে আটকা পড়ায় জেলেরা মেরে ফেলে গেছে। পরে কোন পশুপাখি খেয়ে ফেলবে। আরো কিছু দূর গিয়ে দেখলাম জেলে নৌকা। মাছ ধরে ফিরছে।

আমাদের এক সফর সংগি জানতে চাইলো কি মাছ ধরেছেন? দাম কত? ওরা বড় একটা মাছ ধরে দেখালো। গার্ড তারাতারি বললেন, এখানে মাছ ধরা নিষেধ, তাই আমরা আপনার কাছ থেকে মাছ কিনবো না। খারি থেকে বের হয়ে লনচে ওঠার সময় দেখলাম, ওরা অন্য একটা নৌকায় মাছ শিফট করছে। নতুন নৌকা হয়তো বেচার জন্য বাজারে নিয়ে যাবে...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।