আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিরক্ত হইনা। তবে...

ব্লাডঃ এবি নেগেটিভ।

না। বিরক্ত না। বিরক্ত হইও না। তবে খারাপ লাগে।

ভেবে অবাক হই। যোগাযোগ রক্ষা করি। পরামর্শ দেই বলেই কি সময়ে-অসয়ে, সব সময়েই দিতে হবে ? ফ্রি পরামর্শ দেই বলেই কি রাত ১২ টার পর কিংবা ভোর ৬ টাতেও প্রথম ঘুম ভাঙবে সেই ফোন কলে ? হঠাৎই রাত ৩ টায় ফোন বেজে উঠে- জুলহাস ভাই বলছেন ? জ্বী। আসসালামু-আলাইকুম। বলেন।

কে বলছেন ? আমি অমুক। তমুক জায়গা থেকে। সাম হয়ার ইন ব্লগে আপনার নাম্বারটা পেলাম। মনে মনে আপনাকেই খঁজছি। আজ বিকেলে আমার ফার্স্ট লেটার এসেছে এখন আমি কী করব ? একটু বলে দেননা, প্লীজ।

বলে দেই- আচ্ছা আপনিতো খুব্ব ভাগ্যবান। সো আনন্দের ঠেলায় আমাকে এই রাত ৩ টায় ফোন মেরেছেন। তবে এবার লেটারটা বালিশের নিচে চাপা দিয়ে ঘুমাতে যান। সকালে কথা হবে। বলেনতো এছাড়া এই সময়ে আর কী বলতে পারি ? ভাই, যারা আমাকে ফোন দেন তাদের দুইটা ধরে বলি- অনুরোধ করি- আমাকে রাত ১০ টার পর আর সকাল ৯ টার আগে ফোন দিয়েন না।

তবে বিশেষ জরুরী হলে সেটা অন্য কথা। ও হ্যাঁ, তার আগে করজোড়ে অনুরোধ নিচের লিঙ্ক কয়টা দেখুন। ভালো করে মন দিয়ে পড়ুন। এবার ভাবুন এ ব্যপারে সত্যিই আসলে আমাকে ফোন দেবার প্রয়োজন আছে কি-না। থাকলে নির্দিষ্ট সময়েই দেন।

Click This Link Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।