আমাদের কথা খুঁজে নিন

   

...আমি বিরক্ত...ভিষন...

হঠাৎ শুন্যতা ...................


বিরক্ত...ভিষন ভাবে...গতকাল অফিস থেক বাড়ি ফিরে নিজেকেই জিঞ্জেস করলাম...এতো বিরক্ত হচ্ছি কেন? খালেদা জীয়া সমাবেশে যেতে পারেননি...বাড়ির সামনে অকেজো বালির ট্রাক...নিরাপত্তার জন্য ১০ প্লাটুন রক্ষী...এতে আমার বিরক্ত হবার কি আছে?...হতে পারে দৈনিক বাংলার মোড় থেকে ফার্মগেট পর্যন্ত হেঁটে এসেছি...তার পর ১০০ টাকা রিক্সা ভাড়া দিয়ে মিরপুর পৌঁচেছি...এই বাজারে আমার মত এক নগন্য নাগরিকের জন্য জুলুমসম...কিন্তু নাহ...এই সব কারন আমাকে বিব্রত করছে বটে কিন্তু বিরক্ত বোধ করছি অন্য কারনে...আমি আপা-ম্যাডাম-হুজুর-স্যারদের অন্ধ ভক্ত নই...আমি হলাম সেই ফ্লটিং মনের সংখালঘু জনগন যাদের জন্য ফি পাঁচ বছর অন্তর একটা সার্কাস হয় অতঃপর আপা-ম্যাডাম-হুজুর-স্যারেরা নির্বাচিত হন এবং পরবর্তী পাঁচ বছর আমাদের বিরক্ত করেন...

একটা আবাল দল হলো বিএনপি...পাঁচ বছর ধরে নানান ইস্যু পেলেও বাল-এর বাল ছিড়া ত দূরে থাক বাঁকা করতেও পারে নি...অপর দিকে নামে "বাল" হলেও এই বাল যে অত্যন্ত ম্যাচিয়্যুর হয়ে তাম্র রুপ ধারন করেছে তা বলাই বাহুল্য..."লার্নেড ডেভিল" বলতে যা বোঝায় তা এই দলে বোঝাই হয়ে আছে...কাকে ছেড়ে কার নাম বলবো...বিএনপি-র মাঠে নামার লোক নেই...আর বাল-এর মাঠের লোকের দাপটে জনগন-ব্যাবসা-বানিজ্য চাঙ্গে উঠে গেছে...ভাঁড় চাচা মিয়া ত গলফ নিয়ে ব্যস্ত...সম্রাট নিরো একেবারে...রোম পুড়ে কয়লা...আর উনি বাজান বেহালা...হুজুরদের নিয়ে কি বলবো...নেতাদের ফাঁসি আর নিবন্ধন বাতিল করে হয়েছে আরেক বিপদ...সমর্স্যা হলো...নিবন্ধন বাতিল আর নেতাদের ফাঁসি দিয়ে কি নতুন প্রজন্মের জামাতীদের কি হিসেবের বাইরে রাখা যায়?...১৯৭১ এ জন্ম নিয়ে যে জামাতের কর্মী...তার বয়স আজকে ৪২!...তার কাছে কাদের মোল্লার মত নেতারা নায়কসম...সব কিছু কেমন জগাখিচুড়ি পাকিয়ে গেছে...দায়িত্বশীল নেতা দের কথা শুনলে মনে হয় মাটির ভেতর দেবে যাই...নেত্রি কি রকম সাজ দিয়ে এসেছেন...কোন এলাকার নাম পালটে দিতে হবে...কে কার মুখে থুতু দিবে...পুলিশ তুমি কার?...সেনা তোমার ৫৭ শহিদের আত্মার শান্তি কোথায়...নিজের থালায় ফুটো করা শ্রমিক তুমি কার...কে কার ইসারায় চলে...বিশাল প্যাচ...আমি প্যাচ খুলতে পারি না...কারন আমার মৌলিক অধিকার যখন তখন ধর্সিত হয় আলো-আধারিতে...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.