আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় কর্তৃপক্ষ আমি নিজেও বিরক্ত আমার আসেপাশের সঙ্গীরাও বোধ করি বিরক্ত এবং হতাস

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

মাননীয় কর্তৃপক্ষ এই একবিষয় নিয়ে পোষ্ট দিতে দিতে এবং এই বিষয় নিয়ে পড়তে পড়তে আমি ক্লান্ত এবং বিরক্ত। অন্যরাও বিরক্ত এবং হতাশ বলেই আমার ধারনা। এরকম কানে দিয়েছি তুলো; পিঠে বেঁধেছি কুলো মনোভাব নিয়ে কেন আছেন বুঝতে পারছি না। মানুষ খুব নিখুত সৃষ্টি না; সৃষ্টির শুরু থেকে বিভিন্ন কাজে সে ভুল করে আসছে ভুল করাই তার মৌলিক ধর্ম; যে মানুষ জীবনে কোন ভুল করেনি সে আসলে কোন কিছুই করেনি ; মডারেশনের সময় কোন ভুল হতেই পারে; এত বড় একটা কমিউনিটি মেইনটেইন করা অবশ্যই সহজ না কিন্তু বার বার ভুলটা চোখে আঙুলদিয়ে দেখিয়ে দেবার পরো কেন ভুল শোধরাচ্ছেন না? একটা ভুল করে সেটা না শুধরিয়ে সেটা চাপা দেবার জন্য যখন একের পর এক ভুল করে চলাহয় তখন সেটাকে ভুল বলে মেনেনিতে ইচ্ছে হয় না অন্যায় মনে হয়।ভুল টা শুধরে নিন। আর এটাকে যদি ইগো প্রবলেম বানিয়ে বসেথাকেন তাহলে বলার কিছুনেই। শুধু বলি-- কর্তৃত্বপরায়ণ মনোভাব নিয়ে মানুষের মুখ বন্ধরাখা যাবেনা ; মানুষ শেষ পর্যন্ত তার বলাটা বলবেই..... এখনো দেরি হয়নি হয়তো আর জেগে জেগে ঘুমোবেন না আমাদের ভালোবাসার সামহয়ারকে আমাদের ভালোবাসায় মুখরিত হতে দিন, আমাদের ভালোবাসার-ভালোলাগার নিকদের পদচারনায় স্বতস্ফুর্ত হতে দিন "আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর......"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.