Woods are lovely dark and deep And I have a promise to keep
আমার এলসিডি মনিটরটা হল (এখন নষ্ট) স্যামসং ১৬.৫ ইঞ্চি। একবার আমার বাচ্চা আঘাত করে ফিজিক্যাল ডেম্যাজ করে ফেলে। এতে চালাতে তেমন কোন সমস্যা হয়নি। এভাবেই গেল সাত আট মাস। এরপর হঠাৎ করে গত ৩ তারিখে দেখলাম, মনিটরে কিছু ভার্টিক্যাল লাইন পড়ছে এবং উজ্জ্বলতা একেবারে নেই।
কি আর করা নিয়ে গেলাম যেখান থেকে কিনেছি সেই আইডিবিতে। কিন্তু বিধি বাম আইডিবিতে বলল ফিজিক্যাল ডেম্যাজ থাকাতে ওয়ারেন্টি পাওয়া যাবে না। কি আর করা, নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে। ওরা দুই দিন রেখে জানাল ৩৫০০ টাকা লাগবে মনিটরটা ঠিক করতে। শুনে কিছুটা মন খারাপ হল।
ভাবলাম, এত টাকা দিয়ে এলসিডি ঠিক না করে নতুন কেনাই শ্রেয়। এরপর বুদ্ধি এল মাথায় একটা সি আর টি মনিটর কিনলে কেমন হয়? একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম চাইনিজ ব্যান্ডের সি আর টি পাওয়া যায় ৩২০০/৩৩০০ টাকায়। যে ভাবা সেই কাজ। আজই কিনে আনলাম সি আর টি মনিটর। যেটাতে বসে এই ব্লগ লেখছি।
অভিজ্ঞদের কাছে আমি জানতে চাই, এলসিডি মনিটরে যে সমস্যা হয়েছে সেটি রিপেয়ার করতে কেমন খরচ লাগার কথা? কোথায় গেলে নির্ভর যোগ্য সার্ভিস সেন্টার পাওয়া যাবে?
আর এই চাইনিজ সি আর টি মনিটর কিনে ভুল করলাম না ঠিক করলাম?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।