আমাদের কথা খুঁজে নিন

   

দেশে ফিরতে চান না সুখরঞ্জন বালি

কলকাতা হাইকোর্টে আজ স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালির শুনানি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশে ফেরত না পাঠানোর বিষয়ে আবেদন করে তার পরিবার।

বিবিসি বাংলা জানিয়েছে, ইতোমধ্যে ভারতের সর্বোচ্চ আদালত বালিকে বাংলাদেশে ফেরত পাঠানোর ওপরে স্থগিতাদেশ জারি করেছেন।

সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দেওয়ার আগে নিখোঁজ হয়ে যান। আর তার বেশ কিছুদিন পরে জানা যায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে তিনি কলকাতার একটি জেলে বন্দি রয়েছেন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব ব্যানার্জীর এজলাসে বালির ভাতিজা বাসুদেব বালা মামলাটি দায়ের করেন। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.