আমাদের কথা খুঁজে নিন

   

‘নিরাপদ’ ভেবে ধর্মীয় ব্যক্তিত্বের নামে নাম: আশরাফ

তিনি বলেছেন, “দেশে বর্তমানে নামকরণ নিয়ে অশুভ বাণিজ্য চলছে। প্রত্যেক সরকারের আমলে পূর্বের আমলের নামবদল করে নতুন নামকরণের প্রতিযোগিতা চলছে। ”
সোমবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে দেশের প্রথম উপরাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে মিলনায়তনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, পঁচাত্তরের নভেম্বরে কারাগারে হত্যাকাণ্ডের শিকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ নামকরণ নিয়ে বিএনপির পাশাপাশি তার দলের কার্যক্রমেরও সমালোচনা করেন।
“নিজেদের নামকরণ টিকিয়ে রাখতে বর্তমানে শ্রদ্ধাভাজন ধর্মীয় ব্যক্তিত্বদের নামে নামকরণের নতুন সংস্কৃতি চালু হয়েছে।

এর ধারাবাহিকতায় বিএনপি আমলে চট্টগ্রাম এম এ হান্নান বিমানবন্দর শাহ আমানতের নামে এবং আওয়ামী লীগ আমলে ঢাকা জিয়াউর রহমান বিমানবন্দরের নাম শাহজালালের নামে নামকরণ হয়েছে। ”
“কারণ উভয় দল এ ধরনের ধর্মীয় ব্যক্তিত্বের নামে নামকরণ নিরাপদ মনে করেছে। ”
কিছু নামকরণ নিয়ে হতাশাও প্রকাশ করেন সৈয়দ আশরাফ।   
“যোগ্যতা নেই এবং দেশ মাতৃকার জন্য কোনো অবদান নেই, এমন লোকের নামেও নামকরণ হচ্ছে। এমনকি কোনো  ব্যক্তি জীবিত থাকতেই তার নামেও নামকরণ হচ্ছে।


“আমি নামকরণ ও নাম বদলের এই সংস্কৃতিতে বিশ্বাস করি না, এর পরিবর্তন হওয়া প্রয়োজন,” বলেন তিনি।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খানের সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.