বিটিসিএল অন্যান্য কম্পানির কাছে ১এমবিপিএস ব্যান্ডউইথ ১৮০০০ টাকায় বিক্রি করে যেটা ওরা ভাগ/শেয়ার করে করে বিক্রি করে অনেকের কাছে। যার জন্যে আই এস পি/ওয়াইম্যক্স ওয়ালারা কম দামে ব্যান্ডউইথ দিতে পারছে না কিমবা ফায়ার ইউসেজ/4hour limit এর নামে অনেক ধরনের লিমিট দিচ্ছে। আমি সরকারের কাছে ব্যান্ডউইথ এর দাম কমাবার জোর দাবি জানাই।আমাদের পাশের দেশ এ নামমাত্র মুল্যে এমবিপিএস কানেকশন এর এড প্রতিদিন টিভি তে দেখতে পাওয়া যায় আর আমরা এখনো কেবিপিএস এর উপরে যাইতে হলে ক্ষেত বেচতে হ্য়। আশা করি সবাই একমত হবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।