Rajib Roy
আমি আপনাদেরকে নতুন করে Blogymate এর সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করব না। আমি মনে করি যে আপনি Blogymate সম্পর্কে খুব ভালভাবেই অবগত আছেন। কারণ Blogymate এখন খুবই জনপ্রিয় সোশাল ব্লগিং সাইটগুলোর একটা। দিন দিন এর জনপ্রিয়তা বাড়তেই আছে। আমি এই পোষ্টে আপনাদেরকে Blogymate এ কিভাবে কোন আর্টিকেল পোষ্ট করতে হয় সেই সম্পর্কে জানাবো।
Blogymate এ আর্টিকেল পোষ্ট করা অন্যান্য পরিচিত ব্লগিং প্লাটফরমগুলোর মতন নয়। একটু আলাদা। আপনি যদি ব্লগিমেটের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আশা করছি যে এই পোষ্টটি আপনার খুবই উপকারে আসবে। আমি এই পোষ্টে কিভাবে টেক্সট এবং ইমেজ পোষ্ট করতে হয় তা দেখাব। তাহলে চলুন শুরু করি।
একেবারে শুরুতে আপনাকে Blogymate এর সাইটটি খুলতে হবে। এটার জন্য আপনি আপনার ব্রাউজার থেকে এই লিঙ্কটিতেযানঃ http://www.blogymate.com/.
প্রধান পাতাটি এরকম দেখাবেঃ
আপনি যদি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে এই সাইটটিতে সাইনআপ করতে হবে। এই পাতাটির ডান পাশ থেকে Sign Up নামক বাটনে ক্লিক করুন। তাহলে আপনি নিচের ছবিটির মতএকটা পেজ দেখতে পাবেনঃ
এই পাতাটিতে আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে যেমন আপনার নাম, পাসওয়ার্ড, ব্লগের নাম, ব্লগের ছবি, ইমেইল ঠিকানা এবং দেশের নাম। এই সকল তথ্য ঠিকমত দেবার পরে Create My Account নামক বাটনে ক্লিক করুন।
আপনার ইমেইল ঠিকানাতে একটি confirmation link চলে যাবে। এবার আপনার ইমেইল এর ইনবক্স থেকে ঐ লিঙ্কটিতে ক্লিক করুন। এখন থেকে আপনি এই নতুন অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। এখন পোষ্ট করবার জন্য আপনাকে লগ ইন করতে হবে। ডান পাশের সাইডবারে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিন এবং লগ ইনের বাটনে ক্লিক করুন।
উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে লিনাক্স টিপস বিষয়ক একটি আর্টিকেল পোষ্ট করে দেখাব। লগ ইন করবার পরে আপনি নিচের মত একটি পেজ দেখতে পাবেনঃ
নতুন আর্টিকেল পোষ্ট করবার জন্য উপরের মেনু বার থেকে NewPost নামক বাটনের উপরে ক্লিক করুন। আবার আপনি ডানপাশের সাইড বার থেকে Post New Article নামক বাটনের উপরেও ক্লিক করতে পারেন। এক্ষেত্রে আপনি নিচের মত একটা পেজদেখতে পাবেন।
এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন।
আপনি Blog Name নামক অপশনটি পরিবর্তন করতে পারবেন না অথবা পরিবর্তন করবার দরকারও নাই। Post Category তে আপনাকে আপনার আর্টিকেলের সাথে সম্পর্কযুক্ত ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এখানে লিনাক্স টিপ্সটি Technology নামক ক্যাটাগরির অধীনে পড়ে। কাজেই সেটি নির্বাচন করুন। Post Type নামক অপশন থেকে আপনাকে Normal Blog বা Micro Blog নির্বাচন করতে হবে।
Micro Blog হচ্ছে ছোট ব্লগ যেখানে আপনি twitter এর মত ছোট ছোট আর্টিকেল পোষ্ট করতে পারবেন। আপনি Micro Blog নির্বাচন করলে ৫০০ character এর বেশি আর্টিকেল লিখতে পারবেন না। এখানে আমরা Normal Blog নির্বাচন করব। Post Title নামক টেক্সট বক্সে আপনার আর্টিকেলের প্রধান হেডিংটি লিখতে হবে। Small Details এর ক্ষেত্রে আপনার আর্টিকেল সম্পর্কে ৫০০ বা তার চেয়ে কম character এর একটা সারাংশ লিখতে হবে।
Thumb Image নামক অপশনে আপনার কম্পিউটার থেকে আর্টিকেল সংশ্লিষ্ট একটা ছবির লিঙ্ক দেখিয়ে দিন। Showing Date অপশনটি সিস্টেমের বর্তমান তারিখ দেখাবে। এটা পরিবর্তন করার কোন দরকার নেই। সকল কিছু শেষ হবার পরে Next নামক বাটনে ক্লিক করুন। তাহলে এরকম একটা পেজ আসবেঃ
এই পেজের উপরে আপনি টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি বিভিন্ন অপশন দেখতে পাবেন।
সাধারণ একটি টেক্সট পোষ্ট করবার জন্য আপনাকে Formated Text নামক অপশনে ক্লিক করতে হবে। আবার ইমেজ পোষ্ট করবার জন্য আপনাকে Single Image এর উপরে ক্লিক করতে হবে। এখানে একটা বোঝার বিষয় আছে। ব্লগার, ওয়ার্ডপ্রেস ইত্যাদি ব্লগিং প্লাটফরমগুলোতে টেক্সট, ইমেজ সবকিছু একসাথে পোষ্ট করবার অপশন থাকে। কিন্তু এই সাইটটিতে আপনাকে সবকিছু আলাদা আলাদা করে পোষ্ট করতে হবে।
এখানে মনে করুন যে আমরা একটি টেক্সট এবং একটি ইমেজ পোষ্ট করব। এই ক্ষেত্রে প্রথমে Formated Text নামক বক্সের ভিতরে আপনার টেক্সটটি প্রবেশ করান। এই বক্সটিতে আপনি অনেক ধরনের অপশন পাবেন যেমন টেক্সট এর অ্যালাইন ঠিক করা, রঙ পরিবর্তন করা, নতুন লিঙ্ক ইনসার্ট করা, ফন্টের আকার পরিবর্তন করা, টেক্সট এর ফন্ট পরিবর্তন করা ইত্যাদি। টেক্সট ইনসার্ট শেষ হয়ে যাবার পরে Save Now নামক বাটনে ক্লিক করুন। টেক্সট পোষ্ট শেষ হবার পরে আপনি এই রকম একটা উইন্ডো দেখতে পাবেনঃ
এখন আপনাকে ইমেজ পোষ্ট করতে হবে।
এই কাজটি করবার জন্য টপমেনু থেকে Single Image নামক বাটনে ক্লিক করুন। তাহলে এই রকম একটা উইন্ডো আসবেঃ
আপনার কম্পিউটার এর লোকেশন থেকে আপনার আর্টিকেলের সাথে সংশ্লিষ্ট একটা ছবি নির্বাচন করুন। আপনি ইচ্ছা করলে এই ছবিটির একটা নামও দিতে পারবেন যেটা পরবর্তীতে ছবির নিচে দেখাবে। তারপরে Save Now নামক বাটনে ক্লিক করুন। এই রকম একটা উইন্ডো আসবেঃ
আপনার আর্টিকেল পোষ্ট করবার সকল প্রক্রিয়া শেষ হয়েছে।
এখনএই উইন্ডোটির দিকে লক্ষ্য করুনঃ
ডান পাশের সাইড বারে Status নামক একটা অপশন পাবেন। এটা প্রথমে Halt হয়ে থাকে। এটা পরিবর্তন করে Publish করে দিন। এখন আপনার সামনে একটা পেজ আসবে যেখান থেকে আপনি আপনার পোষ্টটিকে বিভিন্ন সামাজিক শেয়ারিং সাইটে যেমন, ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে পারবেন।
এখন থেকে আপনার পোষ্টটি সবাই দেখতে পাবে, কমেন্ট করতে পারবে এবং শেয়ারও করতে পারবে।
আমি আশা করছি এই পোষ্টটি আপনাদের জন্য খুবই সহায়ক হয়েছে। ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।