আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে মেয়েদের প্রথম পছন্দ আশিকি-২

শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে  দিনাজপুরসহ আশেপাশের উপজেলাগুলোর ঈদ বাজার। এবারের ঈদে মেয়েদের প্রথম পছন্দ থ্রি-পিস আশিকি-২।   মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় থ্রি-পিস, পাকিস্তানি জর্জেটসহ চায়না চিকেন থান কাপড়।
ক্রেতাদের মধ্যে বেশী দেখা যাচ্ছে নারী এবং বাচ্চাদের।
 
গতবার বেশী বিক্রি হয়েছিল বাচ্চাদের মাই নেম ইজ খান, ওয়াকা ওয়াকা, মাসাকালি আর পাগলু ব্র্যান্ডের মতো জামা-কাপড়।

এবছর মেয়েদের আশিকি-২ থ্রি-পিস বাজার মাত করেছে। এবারের ঈদে মূল আকর্ষণ হচ্ছে মেয়েদের থ্রি-পিস আশিকি-২ ড্রেস এর মতো বিভিন্ন ব্র্যান্ডের পোশাক।
 
শহরের মালদহপট্টি শাড়ি বিপনী বিতানগুলোতে মহিলাদের ভিড় দেখা গেছে। তবে ক্রেতারা শাড়ির দাম বেশি বলে জানালেন। গণেশতলা থেকে শুরু করে বাহাদুর বাজার উত্তরা সুপার মার্কেটে, লুত্ফুন্নেসা মার্কেটসহ গুলশান মার্কেটেও বাচ্চাদের রেডিমেট পোষাক সহ জুতার দোকান এবং বড়দের প্যান্ট শার্ট কেনায় ক্রেতাদের এখনও ভিড় লক্ষনীয়।

তবে গত বছরের চেয়ে এবার বাচ্চাদের ও বড়দের রেডিমেট পোষাকের দাম অনেক বেশি। তবুও পিছিয়ে নেই ক্রেতারা একটা নতুন কিছু পরাতে হবে বাচ্চদের এই প্রত্যাশায় লোকজন কেনাকাটার চিন্তা করছেন। আরও কয়েকদিন বাজার ঘুরে দেখার পরেই কেনার কথা ভাবছেন।
জেল রোড হকার্স মার্কেট নিম্ন মধ্যবিত্তদের এই মার্কেটেই ভরসা কেনাকাটার জন্য। এখান থেকেই মিটে তাদের ইচ্ছার সাধ।

আর এই সাধ টুকই তাদের পরিবারে ঈদে এক অনাবিল আনন্দ ধরে রাখে যা বিগত দিনগুলোতেও রেখেছিল।
 
তৈরি পোশাকের দোকানদার আসাদ জানান, বেশি দামে কিনে বেশি দামে বিক্রয় করছি। পপি, পাগলু , চায়নাশাট, মোরালী প্যান্ট, থাইচায়না, ওলাললালা, নলিতা, টাপুরটুপুর, বিন্দু, মধুকুলকুলি, ওয়াশশাট থাইপ্যান্ট ক্রেতাদের আকৃষ্ট করছে এবং চাহিদাও রয়েছে।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.