আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে বিএনপি-আওয়ামীলীগ আহত ৫

ঢাকায় ১৮ দলীয় জোট ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে দিনাজপুরের জামতলী বাজারে আওয়ামীলীগ এবং বিএনপি'র মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপি নেতা-কর্মীদের হামলায় ৫ আওয়ামীলীগ নেতা-কর্মী আহত।

এদের মধ্যে স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন (৫০), আফাজউদ্দীন (৬০) ও শওকত আলী (৫০) এর অবস্থা গুরুতর। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এসময় একটি ট্রাক ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকায় ১৮ দলীয় জোট ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচী চলাকালে আওয়ামীলীগ নেতা-কর্মীরা লাঠি সোঠা নিয়ে সুপ্রীম কোর্ট এলাকায় ঢুকে পড়ে।

এই ঘটনা সরাসরি টেলিভিশনে দেখার সময় বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজারে অবস্থানরত বিএনপি'র নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এসময় আওয়ামীলীগের ৫ নেতা-কর্মীকে মারধর করে।

এদের মধ্যে স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন (৫০), আফাজউদ্দীন (৬০) ও শওকত আলী (৫০) এর অবস্থা গুরুতর। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এসময় একটি ট্রাক ভাংচুর করে।

এতে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হলে সেখানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

আহত আফাজউদ্দীন জানায়, নৌকা মার্কার পোষ্টার লাগানোর কারনে তারা আজ হামলা করেছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.