দিনাজপুর সদর উপজেলার তিনটি ভোটকেন্দ্রে গতকাল শুক্রবার গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেন্দ্রগুলোর আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। ভোটকেন্দ্রগুলো হলো- দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ হাই স্কুল, বড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল।
এলাকাবাসী জানায়, রাতে সদরের বড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের জানালা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের আসবাবপত্র, পতাকা, রেজাল্ট সিট, শিক্ষার্থীদের দেওয়ার জন্য রক্ষিত বইসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় রাতেই আগুন নেভানো হয়।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা রওশান আরা জানান, আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা আগুন দিয়েছে। স্কুলের অনেক ক্ষতি হয়েছে। ওই রাতে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করার পর পর খবর পেয়ে আগুন নেভায় আনসার ভিডিপি সদস্যরা।
অন্যদিকে চাঁদগঞ্জ হাই স্কুলের পেছনের এক জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দিলে ওই কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় আগুন নেভায় পুলিশ। দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, তিনটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগে কয়েকটি আসবাবপত্র পুড়েছে। পুলিশ ও স্থানীয়রা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
এদিকে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের খবরের পর বিজিবি, পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।