http://www.somewhereinblog.net/blog/Paranoid
যতীন স্যারের ক্লাশে
আড়চোখে তাকিয়ে ছিলে
"আমি ভেবেছিলাম
সেই তাকানোতে
কিছুটা অনুরাগ
কিছু ভালোবাসা
ছিলো..."
আর একদিন,
পথে দেখা
তুমি বললে
মন দিয়ে
করি যেন
পড়ালেখা।।
ধরে নিলাম,
তুমি এলে
কাছে এইতো
ভালোবাসায়
কোনো বাঁধা
আর নেইতো।।
"আমি ভেবেছিলাম
সেই তাকানোতে
কিছুটা অনুরাগ
কিছু ভালোবাসা
ছিলো..."
কিছুদিন পর,
দেখি তোমায়
হেঁটে চলেছো
সাথে সাথী
নিয়ে তুমি
তুলে গুঞ্জন।
হাত নেড়ে
ডাকি তোমায়
ফিরে তাকাও!
বাঁকানো
হাসি দিয়ে
ব্যথা দাও!
"আমি ভেবেছিলাম
সেই তাকানোতে
কিছুটা অনুরাগ
কিছু ভালোবাসা
ছিলো..."
যতীন স্যারের ক্লাশে
আড়চোখে তাকিয়ে ছিলে...
শিল্পী- নাসিম আলি খান
ডাউনলোড লিংক- যতীন স্যারের ক্লাশে
অসাধারণ একটি গান। অবশ্যই শুনুন। ভালো লাগবেই।
সাথে একটি বোনাস,
মানুষ চেনা দায়- মহীনের ঘোড়াগুলি
সুতরাং পরিশেষে আমরা বলতে পারি, যতীন স্যারের ক্লাশে মানুষ চেনা দায়, তাই আড়চোখে তাকানোর সময় খুব খিয়াল কৈরা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।