রোববার সন্ধ্যায় শহরের সাতপাই এলাকার নিজ বাসভবন বানপ্রস্থে ৭৮টি মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান তারা। পরে সমবেত সঙ্গীতে তাকে বরণ করা হয়।
এ উপলক্ষে যতীন সরকারের জীবন, সাহিত্য ও কর্মের ওপর প্রবন্ধপাঠ, আলোচনাসভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশন করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসন, পৌরসভা, উদীচী শিল্পীগোষ্ঠী, সিপিবি, ছাত্র ইউনিয়ন ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।
১৯৩৬ সালের এই দিনে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম চন্দ পাড়ায় জন্মগ্রহণ করেন যতীন সরকার।
তিনি শিক্ষায় স্বাধীনতা পুরষ্কার, বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার, রবীন্দ্র পদক, শ্রুতি স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কারসহ ১৫টির বেশি পুরস্কার, পদক ও সম্মাননা পেয়েছেন।
সাহিত্যের কাছে প্রত্যাশা, বাঙ্গালির সমাজতান্ত্রিক ঐতিহ্য, বাংলাদেশের কবিগান ও পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শনসহ ৩৬টি বই প্রকাশিত হয়েছে তার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।