আমাদের কথা খুঁজে নিন

   

বড় বোন



২সপ্তাহের হলিডের পুরা ১সপ্তাহ কটিয়েছি বড় বোন এর বাসায়, আমার বড় বোন আমার মা এর মত। রাত দিন কানের কাছে ঘ্যান ঘ্যান করে , কি খাবি, কি খাবি, কি খাবি, একটু পিঠা করে দেই ? নাহলে একটু ফিরনি খেয়ে দেখ কেমন লাগে, রাতে ভাত খাইনা সাধারনত কিন্ত তার কাছে থাকলে খেতে হবেই হবে সে হোক রাত ১২ টা হোক ২টা বা ৩টা , শুধু আগলে রাখতে চায় মায়ের মতো তার কাছে থাকলে মনেই হয়না ময়ের কাছ থেকে এতো দূরে আছি, মাঝে মাঝে রাগ লাগে! তার ঘরে গেলে একটা কাজ এ হাত দিতে দিবে না, একটা ও কাজ করতে দেয় না, তার ধারনা আমি নাকি পারবো না, হা হা হা হাসি পায়, মাঝে মাঝে বলি আপু আমার সংসার কে চালায় গো, সে ও হাসে। ঘরে আসার পর থেকে অনেক মিস করছি আপু কে, লেখাতে হয়তো অনেক ভুল, খমা করবেন ভুলের জন্য, লেখাটা লেখার সময় বার বার দু চোখ ঝাপসা হয়ে আসছিল । আপু আমি তোমাকে অনেক ভালবাসি কখনো বলা হয়না তোমাকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।