ািূ
আমি এক অভাগা বাংলা বিলাই(লায়ন) ইউজার। বহুত কিসিমের ইন্টারনেট ইউজ করার পর এইখানে এসে ঠেকে গেছি। রিসেন্টলি যেসব নাটক তারা করেছে তা সবাই জানেন। এখন একটা বিপদে পড়ে আওয়াজ দিলাম। আমার বাসা রামপুরা বনশ্রীতে, আজ রাত ৯:৩০ টার দিকে হঠাৎ করে আমার হাতে ধাক্কা লেগে বাংলালাংনের ইনডোর মডেমের পাওয়ার অফ হয়ে যায় ।
এরপর আবার রিকানেক্ট করলাম। কাকতালীয় ভাবে তখন খেকে লাইন নাই। অন্যান্য যারা পরিচিত ই্জজার আছে ফোন দিলাম তারা জানালো লাইন ঠিকই আছে। কিন্তু আমি পাচ্ছিনা। সিগন্যাল ইন্ডিকেডর গত কয়েক ঘন্টা যাবৎ লাফ ঝাপ মারতেছে।
আল্লাহর নাম নিয়ে জাহান্কানামে (কাস্টমার পেইনার) এ ফোন দিলাম ২০ মিনিট ধ্বংস হল। ওনারা রাত ১২ টার পরও সব চ্যানেল চাংগে ইঠায়া রাখছে। মনের দুঃখে জিপি পি-৪ একটিভ করলাম।
কেই কি কিছু জানেন? জানলে একটু আওয়াজ দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।