আমি একজন ব্লগ ভক্ত মানুষ।
গত চার মাস ধইরা যেই জালার মধ্যে আছি আপনাদের বইলা কেমতে বুঝাইতাম?
যারা আমার মত ভুক্তভোগী শুধু তারাই ওয়াকিহত আছেন এই সম্পর্কে। প্রতিদিন
কানেক্ট হইতে জীবনটা বাহির কইরা দেয়। মাঝে মাঝেতো কানেক্টই হয়না। যদিও কানেক্ট
হয় স্পীড এর অবস্থাতো একেবারেই ১৩টা বাজায়া দেয়।
ওদেরকে এই নিয়া অভিযোগ দিতে
ভয় লাগে। কারন একবার ফোন দিলে মোবাইলের বেলেন্স শেষ হবার সভাবনা প্রায় ১০০%।
এখন আপনারা বলতে পারেন চেঞ্জ কইরা অন্য কম্পানির মডেম ব্যাবহার করতেছেননা কেন??
জবাবটা আমি দিয়া দেই
প্রায় সব পানির জল খাইয়া রাগ কইরা শেষে এর কাছেই আইছিলাম।
আমরা কি একটু শান্তি মত কখনোই নেট ব্যাবহার করতে পারুম না ???
জয় ভাই নির্বাচনের আগে নেটের দাম,এদের নেটওয়ার্ক আর কাস্টমার সার্ভিসের
দিকে ভালোমত নজর দেন। আশা করি আপনাদের ব্যালট বাক্সে জনগণের ভোটের
অভাব পড়বে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।