মহান রুপরেখা সকাল বেলা ফেসবুক বন্ধ দেখে মনে ক্ষীণ সংঙ্কা ছিল ,ফাঁসি হবে তো যাক আল্লাহপাকের দরবারে লাখ কোটি শুকরিয়া দেঊল্লার ফাঁসি হইছে এখন কথা হচ্ছে ফেসবুক বন্ধ কেন? উত্তর সোজা, রায়ের পর যাতে ছাগুরা ফেসবুকের মাধ্যমে একত্রে সংঘটিত হয়ে কোন বিচ্ছিন্ন ঘটনা না ঘটাতে পারে কেননা ফেসবুক ই একমাত্র জায়গা যেখানে মানুষ ইচ্ছা মত বিভ্রান্তি ছড়াতে পারে।আমার দেখা অনেক ছেলে যারা ফেসবুকে, হাই কিংবা "হেল্লও বন্ধুরা কি খবর" টাইপ স্ট্যাটাস ছাড়া কোন স্ট্যাটাস দিত না তারাও দেখি ছাগু পেজের বরাতে ফেক ছবি শেয়ার করতেছে,অবশ্য তাদের ভুল ভাঙতে বেশি সময়ও লাগে নি! সময়টা বেশ স্পর্শকাতর আর সরকারের তো ১/২ জন মানুষের কথা মাথায় রাখলে চলে না,ভাবতে হয় সবার টা।খুব সম্ভবত টুইটার ও বন্ধ। চাইলে দেখতে পারেন https://twitter.com/ । *তবে আমি চাই খুব শিগ্রিই যেন খুলে দেওয়া হয়, কারন কোন কিছু বন্ধ করে নাসকতা আটকানো সম্ভব নয় বলে মনে করি। *সরকারের বদ স্বভাব হল, বন্ধ করতে পারে কিন্তু চালু করতে পারে না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।