What's Eating Gilbert Grape ১৯৯৩ সালে নির্মিত একটি মুভি। ছবিটি পরিচালনা করেছেন লাস হলস্ট্রম। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন জনি ডেপ,লিওনার্দো ডি ক্যাপ্রিও,জুলিয়েট লুইস প্রমুখ।
ট্রেইলার দেখুন।
ছবিটির প্রেক্ষাপট গড়ে গিলবার্ট গ্রেপ(Johnny Depp) এবং তার প্রতিবন্ধী ছোট ভাই আর্নি গ্রেপকে(Leonardo DiCaprio) কেন্দ্র করে।
বাবা আত্মহত্যা করে করে মারা যাবার পর মা,দুই বোন এবং আর্নিকে নিয়ে নানা টানাপোড়েনের মাঝে সময় কাটতে থাকে গিলবার্টের। বাবার মৃত্যুর পর তার মা মরবিড অবেসিটিতে আক্রান্ত হয়ে পর্বতসমান মোটা হয়ে যান এবং উপহাসের স্বীকার হবেন বলে গৃহবন্দী হয়েই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। গিলবার্ট স্থানীয় একটি পড়ন্ত গ্লসারিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। নিজের একঘেয়ে জীবন আর আর্নির প্রতি গিলবার্টের সহজাত অকৃত্রিম মমত্ববোধ এই নিয়েই চলছিল গিলবার্টের জীবন।
যাহোক,তাদের দোকানের কাস্টমার মিসেস কারভারের সাথে গিলবার্ট পরকিয়ায় লিপ্ত হয়।
একদিন হঠাৎ মিস্টার কারভার অন দা স্পটে এসে পরায় গিলবার্ট ভেবে নেয় সে ধরা গেছে এবং কানভার তাকে খুন করতে যাচ্ছে। এর মাঝে একদিন আর্নি একটি উঁচু টাউয়ার বেয়ে উঠা শুরু করলে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়।
ইতোমধ্যে বেকি(Juliette Lewis) নামে একটি অদ্ভুত মেয়ের সাথে গিলবার্টের পরিচয় হয়। মেয়েটির চিন্তাচেতনার ভিন্নতা দেখে গিলবার্ট মুগ্ধ হতে থাকে। একঘেয়ে জীবনের মাঝে দুদণ্ড শান্তির প্রত্যাশায় গিলবার্ট বার বার বেকির কাছে ফিরে যায়।
আর্নির প্রতি বেকির করুণাহীন মমত্ববোধও গিলবার্টের দৃষ্টি আকর্ষন করে।
এর মাঝে মিস্টার কানভারের অস্বাভাবিক মৃত্যুতে কাহিনী অন্যদিকে টার্ন নেয়। নাহ...আর কিছু বলা যাবে না। বাকিটা মুভি থেকে দেখে নিন।
ডাউনলোড লিঙ্ক
ছবিটির বিশেষত্ব অনেক দিক থেকেই।
ছবির শুরু থেকে শেষ পর্যন্ত ডি ক্যাপ্রিও-এর অনবদ্য অভিনয় যে কারো চোখে পড়বে। সম্ভবত এটা তার ক্যারিয়ারের তৃতীয় ছবি ছিল। কতো বড় মাপের অভিনেতা সে হতে যাচ্ছে সেটার পূর্ণাঙ্গ পূর্বাভাস এই ছবিতে লক্ষণীয়।
এছাড়া কাহিনীর বৈচিত্র্য এবং ক্রমবিন্যাস মুভিটিকে ভিন্নমাত্রায় নিয়ে গেছে। মূলচরিত্র গিলবার্ট গ্রেপ হিসেবে জনি ডেপের পরিপক্ক অভিনয় প্রশংসনীয়।
বেকির মনমুগ্ধকর চরিত্রায়নে এবং শৈল্পিক ডায়ালগে জুলিয়েট মিলারকেও অন্যরকম ভালো লেগেছে।
যারা ড্রামা মুভি পছন্দ করেন,তাদের জন্য মুভিটি অবশ্য দর্শনীয়। আইএমডিবি র্যাঙ্কিং ৭.৮। লিওনার্দো এই মুভির জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন(বেস্ট সাপোর্টিং রোল)।
আইএমডিবি লিঙ্ক
উইকিপিডিয়া লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।