shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / পৃথিবীর তাবৎ সুন্দরীদের মতন হংসবালিকার বোধ হল পেছনে তার একজোড়া পাখা , পাতলা ফিনফিনে অথবা রেশমী আর সাদা একেবারে সাদা ,অথবা হয়তো মেঘরঙ্গা মনে করেছিল সে এখুনি ঐ পাখায় ভর করে উড়াল দেবে । ও কি মেঘেদের দেশ চেনে ? ওর মনে নেই অথবা ওর স্বপ্নালু চোখে ভীড় করলো মেঘেদের পরীদের — ওখানের শান্ত মেঘে পাখা ছড়িয়ে ভেসে ভেসে বুকের ভেতর জমে থাকা বরফ কষ্টগুলোকে ওরা জল করে দেবে । পৃথিবীর মায়ামায় মাটির মমতা বালিকা মনেই করে নি । হংসবালিকা অবশেষে অবশেষে অবশেষে কল্পলোকের অন্ধপাখায় ভর করে উ-ড়া- ল দিল । অবশেষে অবশেষে অবশেষে মর্তের মাটিতে নিজেকে ভুলন্ঠিত দেখতে পেয়ে আবারো সেই কল্পলোকের অপরুপ পাখায় ভর করে হারিয়ে গেল । হা-রি-য়ে-ই গেল হংসবালিকা হংসবালিকা তুমি কোথায় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।