বছরের শেষ মাসটা মন্দ কাটেনি, বেশ কিছু সিনেমা দেখা হয়েছে এ মাসে ...
দেখা যাক কি কি মুভি দেখলাম।
Life In a Metro: ইন্ডিয়া,
ভিন্ন ধরনের স্বাদ আছে হিন্দী এই মুভিতে। জেমস, প্রীতম আর ওই ব্যাটার ব্যান্ডটার আইডিয়া জটিল হৈসে… ৪/৫
এক্টা রিভিউ লিখসিলাম: http://goo.gl/1DG08
দ্য বাটারফ্লাই এফেক্ট: ইউএসআ, ২০০৪
সাইকোলজিক্যার থ্রিলার, ড্রামা। ২০০৪ সালের সিনেমা। টুইস্টিং, আমাকে কনফিউজ করে দিয়েছে।
আ বিউটিফুল মাইন্ড সিনেমার মতোই।
এই সিনেমায় একটা ডায়লগে বাংলাদেশের কথা বললো। রেটিং ৪/৫
এক্টা রিভিউ লিখসিলাম : http://goo.gl/3WBA1
স্বপ্নের দিন: ভারত, ২০০৪
কবি বুদ্ধদেব দাশগুপ্তের আরেকটি তৃপ্তিদায়ক সিনেমা। প্রসেনজিত মূল চরিত্র, গ্রামে গ্রামে ঘুরে প্রজেক্টরে কন্ডম ব্যবহারের সিনেমা দেখানোই তার কাজ। পথে দেখা হয়ে গেল বেগম আমিনা খাতুনের ((রিমি সেন) সাথে।
তাকে বর্ডারে পেীছে দিতে গিয়ে ঘটনাপ্রবাহে পরেশ নিজেই বর্ডার পাস করে যায়। আমাদের মোর্শেদুল ইসলামের ‘চাকা’ সিনেমার সাথে দৃশ্যায়নে মিল পাওয়া যায়…রেটিং ৪/৫
The Illusionist: ইউএসএ, ২০০৬
নেইল বার্গারের পরিচালনায় এডওয়ার্ড নর্টনের অভিনয়। ম্যাজিক নিয়ে সিনেমা, সময়টা শতকের গোড়ার দিকে। বেশ ভালো লাগলো, তবে দ্য প্রেস্টিজের মতোন নয়
রেটিং ৪/৫
The Ghost Writer: ২০১০, ইউএসআ
রোমান পোলানস্কির আরেকটি ভালো সিনেমা, পলিটিক্যাল ড্রামা। গুড ডেপিকশন, আই লাইক ইট।
টনি ব্লেয়ারের দিকে আঙ্গুল তুলে আছে এই সিনেমাটি … ৪.৫/৫
এক্টা রিভিউ লিখসিলাম: http://goo.gl/S4Pwc
Valkyrie: ২০০৮, ইউএসআ
জার্মান সৈন্যদের পক্ষ থেকে দেখানো সিনেমা। হিটলারকে সরিয়ে দেবার চেষ্টা করেছিল জার্মানিরই কিছু সেনা… টম ক্রুজের অভিনয় … ৪/৫
The Spanish Inn: ২০০২, ফ্রান্স
জেভিয়ার নামে ফ্রান্সের একটা ছেলে বার্সেলোনায় যায় উচ্চশিক্ষার্থে, সেখানে এমন একটি ফ্ল্যাটে তার জায়গা হয় যেখানে বাসিন্দারা ইংল্যান্ড, স্পেন, জার্মানী, ইটালী এবং ডেনমার্ক থেকে আগত তার মতোই শিক্ষার্থী। একটা ফ্ল্যাটে মিলেমিশে থাকা, নানা রকম ঘটনা নিয়েই সিনেমাটা । কমেডি, ড্রামা ধাচের।
রেটিং ৩.৫/৫
Bad Guy, ২০০১, কোরিয়া
আরও একটা কিম কি দুক।
একটা নিষ্পাপ মেয়েকে জোর করে বেশ্যাবৃত্তিতে বাধ্য করে যে ছেলেটি তার প্রতিই একটা অন্যরকম আকর্ষন গড়ে উঠে মেয়েটির, কারণ কি? ছেলেটা তাকে বাধ্য করলেও সে কিন্তু শুরু থেকেই তার প্রতি অনুরক্ত ছিল।
এটা দেখার পরে কিম কি দুকের থ্রি আয়রনের সাথে তুলনা করে দেখছি, কোনটা বেশী রোমান্টিক।
রেটিং ৪/৫
V for vendetta, ২০০৬, ইউএসআ
বহুল আলোচিত এই সিনেমাটা আবারও দেখলাম। ভালোই লাগলো এবারো। প্রতিশোদপরায়নতা নিয়ে একটি ভালো গল্প।
রেটিং ৩.৫/৫
Following, ইউকে, ১৯৯৮
ক্রিস্টোফার নোলানের পরিচালিত প্রথম ফিচার ফিল্ম। সাদা-কালো। লেখক হতে চাওয়া এক ভদ্রলোক তার উপন্যাসের চরিত্র সৃষ্টির জন্য এক চোরের সাথে গাঁট বাধলেন, কিন্তু জড়িয়ে গেলেন ভিন্ন এক ঝামেলায়।
স্টোরী টেলিংটা মেমেন্টো, প্রেস্টিজের মতোই। ভালো লাগবে।
রেটিং ৪/৫
এক্টা রিভিউ লিখসিলাম : http://goo.gl/5r9vc
Angel A, ফ্রান্স, ২০০৫
লুক বেসোর পরিচালনা, মিথ্যা আর দেনায় জর্জরিত আন্দ্রে যখন মুক্তির জন্য আত্মহত্যা করতে উদ্যত, তখনই এক লম্বু সুন্দরী মেয়ের সাথে পরিচয় এবং সব ঝামেলা থেকে উদ্ধার করে। কে এই সুন্দরী? সে একজন অ্যাঞ্জেল, কাজ শেষে ফিরতে হবে তাকে, কিন্তু আন্দ্রে যে তাকে ভালোবেসে ফেলেছে?
সাদা-কালো, দারুন ফটোগ্রাফি.. রেটিং ৪/৫
The Searchers, ইউএসআ, ১৯৫৬
ওয়েস্টার্ন সিনেমা। ইন্ডিয়ান এক সর্দার একটা বাচ্চা মেয়েকে নিয়ে গিয়েছিল অনেকদিন আগে, তার খোজে চললো তার আঙকেল... উদ্ধার করতে সময় লাগলো ১০ বছর।
সেরা ওয়েস্টার্ন সিনেমার তালিকায় এটা একটা।
মোট বারোটা সিনেমা।
ভালোই।
আগের মাসে মাত্র সাতটা ছিল। তবে এই মাসে মনে হয় সেটাও থাকবে না ..
সম্প্রতি কি সিনেমা দেখলাম সেটা নিয়ে আমার মূল পোস্ট। আপনিও শেয়ার করুন: http://goo.gl/eaUXB
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।