১৯ শে ডিসেম্বরে;
বিজয়ের মাসে
অমর ৭১-এর চেতনা ধারন করে,
হৃদয়ের মনি কুঠরে,
দেশ প্রেম আর
মাতৃভাষার প্রতি গভীর মমতারে
পুজি করে ;
কবিতায় গল্পে ছন্দাকারে,
মানবতারে মুক্ত করে
আত্ন সচেতনতা সৃষ্টি করে,
সকল বাঙালীরে
একটি সুতায় গেঁথে
বিশ্বমানবতাকে সামনে রেখে
সামুর সামনে চলা;
মাতৃভাষায় সারা পৃথিবী জুড়ে
দৃপ্ত কন্ঠে বলা।
তাই করি আহবান,
চলো সবাই মিলাই হাত
গাই সাম্যের গান
মিলে সকল প্রাণ।
যুদ্ধ অপরাধীদের দোসর যারা
এই্ অনুষ্ঠানে নিষিদ্ধ তারা
আমরা সবাই পাগলপারা
সকল ব্লগার দিচ্ছে সারা।
১৯ শে ডিসেম্বরে
ব্লগার সকল মিলে
গড়ে তুলি মিলন মেলা
সৃষ্টি করি কলতান
মিলে সকল প্রাণ।
ভেদাভেদ শত মতভেদ ভুলে
গড়ে তুলি ঐকতান,
হাসি আর আনন্দে
উৎসব মুখর সন্ধ্যায়
সোনালী দিনের প্রত্যশায়;
সামুর অগ্রযাত্রায়
আর সকলের শুভ কামনায়
সকলে যেন থাকি অপরূপ সেই মিলন মেলায়।
এই মিনতি করি
সবাই মিলে যেন রঙিন পৃথিবী গড়ি।
------------------------------------------------------------------------
১। স্থান: আর. সি. মজুমদার মিলনায়তন, লেকচার থিয়েটার বিল্ডিং (নীচ তলা), কলা ভবনের সমান্তরাল পেছন দিকে, মধুর ক্যান্টিন থেকে সোজা পশ্চিমে যেয়ে হাতের ডানদিকে লেকচার থিয়েটার বিল্ডিং এ ঢোকার মুখেই।
২। সময়: বাংলা ব্লগার এবং অতিথিদের জন্য আনুষ্ঠানিক সময়সূচী বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
------------------------------------------------------
ব্লগ দিবসে। সবাই একত্রিত হয়ে..শন্তির মিলন মেলা রচনা করবে । ক্যাচাল মুক্ত ভ্রাতত্বৃ বন্ধনে মুখরিত পরিবেশে প্রচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। বিজয়ের মাসে সবাই মিলে নতুন পৃথিবী গড়ার প্রত্যয়ে সবাই হাসি মুখে বন্ধুত্যের সেতুবন্ধন রচনা করবে। যুদ্ধ অপরাধীদের দোসররা এই অনুষ্ঠানে অনাকাঙ্খিত।
এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। সকল ব্লগার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে এই কামনা করি। এই অনুষ্ঠান সামুকে আরো সমৃদ্ধির পথে পরিচলিত করবে এই শুভকামনা থাকলো। আমরা সবাই মুক্তমনা। আমদের আছে দেশপ্রেম।
আছে তারুণ্য আছে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আছে সৃজনশীলতা। আছে পরিচ্ছন্ন মন। আমাদের মধ্য থেকেই বেড়িয়ে আসবে আগামীদিনের মেধাবী দেশ প্রেমিক নেতৃত্ব..এই প্রত্যয় ও প্রত্যাশার শ্রেয়তর ভবিষ্যত কামনায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।