রানিং এন্ড রানিং...
এইটা শধু অকল্যান্ড এরঃ
২০১০ এর নভেম্বর মাসের ৬ থেকে ১৪ তারিখ আমি নিউজিল্যান্ড ছিলাম, একটা কনফারেন্সে যোগ দেওয়ার উদ্দেশ্যে। এই পোষ্টটি মুলত ওইখান কার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কনফারেন্স ভেন্যু ছিল, কুইন্সটাউন, যাকে বলা হয় ওয়ার্ল্ডস অ্যাডভেঞ্চার হাব। বিখ্যাত বাংগি (বাংজি) জাম্প এই শহর থেকেই শুরু হয় (যদিও আমি সাহসের অভাবে এটা করতে পারি নাই)।
কুইন্সটাউন ছোট্ট সাজানো গোছানো ছিম ছাম শহর, যার সৌন্দর্য নিজ চোখে না দেখে বুঝানো যাবে না।
আল্পাইন বরফ ঢাকা পর্বত আর নীল জলের লেক সব কিছু মিলে কুন্সটাউন কে করেছে আরো মোহনীয়। খুবি রোমান্টিক মনে হয়ছে আমার কাছে সব কিছু এখানকার (আমি একা, রোমান্সের নেই কোন সুযোগ)।
কিন্তু কোরিয়া থেকে আমার এই নিউজিল্যান্ড ভ্রমনের শুরু টা ভাল ছিল না। আমাকে ইনচিওন বিমান বন্দরে পুরো একদিন ট্রাভেল এজেন্ট এর ভুল এর কারনে অতিরিক্ত থাকতে হয়েছিল। বিমান বন্দরেই, আমার টিকিট ক্যান্সেল করে, অন্য ফ্লাইট এর টিকিট ম্যানেজ করে পরের দিন যেতে হয়েছিল।
যাইহোক সেটা আমার এই পোষ্ট এর উদ্দেশ্য না। এখন আসুন কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি।
নিচের ছবি গুল সব কুইন্সটাউন এরঃ
ছবি বড় করার টিপস দেওয়ার জন্য সুমি আপাকে থ্যাংক্স অনেক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।