আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক নিয়ে ঝামেলায় আছিরে ভাই....



ফেসবুক নিয়ে একটু সমস্যায় পরেছি। এমনিতে আমি ফেসবুকে লগিন কমকরি। মাসে দুই একবার লগিন করাহয়। তাই ফেসবুক সম্পর্কে ধারনা কম। সমস্যা গুলু বলি প্লিজ সমাধান দিবেন।

১) ফেসবুকে গিয়ে প্রফাইল পিকে মউসে কার্স রেখে রাইট বাটন ক্লিক করে কিযেন একটা সিলেক্ট করেছি (এখন ভুলে গেছি) এখন প্রফাইল পিক সহ বন্ধুদের পিক গায়েব (শুধু প্রফাইল পিক)। আবার প্রফাই পিক কিভাবে আনব? ২) ফেসবুকে কমঢোকার কারন গুলুর মাঝে প্রধান হচ্ছে। লগিন করার সাথে সাথে বন্ধুদের সাথে ডাকা ডাকি। আমি কিভাবে লগিন করেও অফ লাইনে থাকব? ৩) ইন্দুনেসিয়ার একমেয়ে দুনিয়ার যত আজিব জিনিস আছে তার ছবি আর লিংক দিব। যেমন একটা জামা কিনলে ছবি তুলে পাঠাবে, তার দাদা যেই ঘটি দিয়া সকালের কাজ সারত তার ছবি বিবরন সহ,কি রংগের লিপস্টিক লাগাইব তা।

এখন বলেন কিভাবে তারে বেন করব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.