আরো একটি বছর অতিবাহিত হয়ে গেলো্। দিনা তোমার সাথে সময়ের ব্যবধান কেবলই বাড়ছে। একসময় তুমি-আমিতে ছিল না এতটা সময়ের ব্যবধান। আজ সময়ের ব্যবধানের পাশাপাশি বেড়েছে দূরত্বও। জানি না নতুন বছরে তুমিবিহীন কেমন থাকবো, তুমি তো বিদায় বছরে বেশ ছিলে।
তোমার সুখরাজ্যে আমি হানা দিবো না, তুমি এখনও ভয়ে কেন যেন ভীতু হয়ে থাকো আমার কন্ঠটা শুনলে। তোমাকে ভালবেসেছি, ভালবাসবো....হয়তো অনন্তকাল!
দিনা, আজ তোমার আর আমার মাঝে সময়ের ব্যবধান দিন-মাস-বছর পেরিয়ে হয়তো একসময় যুগও পার হয়ে যাবে সময়ের হিসাবে। স্মৃতিতে কেন যে সময়ের ব্যবধানটা নেই। স্মৃতির দূরত্ব কেন হয় না। যতই চাই তোমার স্মৃতিগুলোকে তাড়িয়ে দূরে সরিয়ে ব্যবধান গড়তে ততই যেন আকঁড়ে ধরে আমাকে।
দিনা, ভালবাসায় ব্যবধান গড়ে, কমায় স্মৃতিতে .........................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।