আমাদের কথা খুঁজে নিন

   

খোলা চিঠি..................প্রিয় দিনা....



প্রিয় দিনা, আজকাল তোমার কথা প্রায়ই মনে পড়ে। প্রতি রাতেই ঘুমের মধ্যে আতঁকে উঠি। ডাক্তারের প্রেসক্রিপশন ইদানীং মানা হচ্ছে না। র্নিঘুম রাত্রির যন্ত্রণা থেকে মুক্তিতে ড্রাগস না নিলে তো ঘুমই আসে না। তবু আজকাল ঘুম একটা হয় না।

দুঃস্বপ্ন নিয়ে হাজারো যন্ত্রণাময় জ্বালার ঝুড়ি আজ আমার নিত্য সঙ্গী। আজকাল নিজের ঘরটাকে বদ্ধ কয়েদখানা মনে হয়। আজীবন সাজাঁপ্রাপ্ত কয়েদী জেলখানায় বন্দী। মুক্তমন কবে মরে শুকিয়ে গেছে, দেহটা পড়ে আছে কেবলই। যখন রাতে ঘুমিয়ে থাকে আমার নিথর দেহটা, তখনই দেহের অভ্যন্তরে কি জানি একটা নড়েচড়ে ওঠে।

আমি অনুভব করতে পারি আমার হতচ্ছাড়া একাকী সত্তাকে। হৃদয়ের রক্তক্ষরণ, জ্বালাময়ী যন্ত্রণা আর দুঃবিসর্হ কেবলই সঙ্গী আমার অসহায় সত্তার। ঘুন পোকাঁর যেন খাবলে খাবলে খাচ্ছে আমার সত্তার হৃদয় পিন্ডটা। হৃদয়ের রক্ত চুষে কি সুখ যে নেয় ঘুন পোকাঁটা। হৃদয় স্পন্দন বাড়ে তীব্র গতিতে।

তখন আর ঘুমাতে পারি না, হৃদয়ে কান্নার স্রোতধারা বয়ে যায় আচমকা জ্বলোচ্ছাসে। হৃদয়ে ভূকম্পন জাগে। হৃদয় ভূ-খন্ড চুরমার হয়ে যায়। তোমার দেয়া আঘাতে হৃদয়টাতে যে ফাটঁল ধরেছিল সেই ফাটঁল আরো বাড়ছে। ইদানী মাথার যন্ত্রণাটা ক্রমশ বেড়েই চলছে।

তোমার কথা যতই চাই ভুলতে ততই যেন জীবন্ত হয়ে আসে তোমার স্মৃতি, তোমার ভালবাসার চোরাবালির খেলা, তোমার শিখানো ভালবাসার কথা, তোমার দেয়া সেই আঘাত, তোমার শেষ চিঠি। নাহ! আর ভাবতে পারছি না। এভাবেই কাটে আমার র্নিঘুম রাত, র্নিঘুম রাতের কষ্ট সইবার নিরন্তর প্রচেষ্ঠায়। র্নিঘুম রাত্রিতে আমার সঙ্গী দূরের ঐ আকাশের চাদঁ, চাদেঁর জলমল হাসিঁ। কি জানি আমায় উপহাস করছে কিনা? তখন হয়তো তুমি ঘুমিয়ে, ঘুমিযে স্বপ্নের সম্ভার সাজাঁতে ব্যস্ত।

তোমার সেই হাজারে স্বপ্নের জালে আমি নই, তোমার রাজকুমার তাতে, তুমি তো রাজকুমারের আগমনে ভুলেই গেলে আমায়। রাজকুমারের পঙ্খিরাজে চড়ে উড়ে সেই যে গেলে কৈ আর তো এলে না......................... প্রিয়া দিনা, তোমার প্রতিক্ষায় আজ কাটেঁ না ক্ষণ। সময় থমকে গেছে, আমার জীবনের কি তবে শেষ নেই, আর কত কাল কাটবে আমার অলিখিত হৃদয় দেয়ার অপরাধের সাজাঁর সময়কাল। তোমার ছলা-কালায় বন্দী হৃদয়খানা মুক্ত হবে কবে, কবে আসবে সেই ক্ষণ.....আমি মুক্তি চাই.....আমি উড়তে চাই....মুক্ত বিহঙ্গের মতো উড়তে চাই অফুরন্ত। জানি, ফেরার দেশ থেকে কেউ আসবে না, তুমিও আসবে না।

অচীন দেশের রাণী তুমি, তোমার অধীনে স্বয়ং রাজা। রাজা আর রাজত্ব ছেড়ে তোমার বয়েই গেছে আমার ধূলাবালি মেশানো রংহীন বিবর্ণ ভালবাসার সৌরভ রাঙ্গাতে। সত্যিই বিবর্ণ আজ আমার ভালবাসা। তুমি বলেছিলে, ভুলে গেছো....তুমি বলেছিলে একদিন হয়তো আমার ভালবাসা বিবর্ণ হয়ে যাব। তোমার প্রতি আমার আর আগের মতো ভালবাসা থাকবে না।

ছেলেরা নাকি এমনই। প্রেম-ভালবাসার জন্য সব পাড়ে, প্রিয়ার হাতে মেহেদী রং মুছতেই নাকি ভালবাসায় শূণ্যতায় পরিণত হয়। মনে পড়ে....অথচ দেখ আমি তোমার হাতের মেহেদী রং-ই দেখতে পেলাম না। তোমার প্রতি আমার ভালবাসা নয় তোমারই নেই আমার ভালবাসার প্রতি মূল্যায়ন। তুমি দিব্যি ভুলে আছো আমায় আর আমি তোমার ভালাবাসার বদ্ধ কয়েদখানার নিরাপরাধ সাজাঁপ্রাপ্ত আসামী।

সুখে থাকো........সুখ তো তোমারই জন্য। আজন্ম কষ্ট-যন্ত্রণার সইবার পালা কেবলই আমার......... ইতি সাজাঁপ্রাপ্ত আসামী........................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।