আমাদের কথা খুঁজে নিন

   

পৌষের শৈত্যে কে আজ শৈলেন্দ্র

কিছু পেতে চাইলে কিছু ত্যাগ করতে হয়...জানিনা কতটা সত্যি...
কার দ্বারে স্বপ্নের ফেরি করি কার তরে কাঁখের কলস ভরি ঘন ফোঁড়ে কাঁথা সেলাই করি থামবে কি এবার ফেরা-ফিরি? শিথিল বসনায় আজ কপোলে লাজ-শোণিমা রোদ চশমায় কি করে সৌষ্ঠব ঢাকি প্রস্ফুটিত পুষ্পের আভায় অধরা বিভা ছাই-ভষ্ম দিয়ে কি করে অনাঘ্রাত ভাবি? বাসুকি শোনে ফণমণির কঙ্কনের ধ্বনি শরণ পালন করে কৃপান্বিত আমি শর্বরীর দ্যূতিতে শশাঙ্কের প্রতিচ্ছবি রেশম গায়ে কি করে ভাবি ছায়া পড়েনি? পৌষের শৈত্যে কে আজ শৈলেন্দ্র আমি ফেলে আসা বছরের সৌদামিনী নতুন বছরের শোভা যাত্রায় এক অন্ধ পাতকী তবু আজও স্বপ্নের ফেরি করি।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।