আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্রতীপ খেয়ায় ভেসে আসে পৌষের খতিয়ান

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

সারথি পথের শেষে তোমার প্রতিক্ষায় আছে গোলপাতায় ছাওয়া স্বর্ণকুটি। কবিয়াল মন তবু আটকে থাকে বিষণ্ন বালুকায় । জোয়ারের ঢেউ খুঁটে খুঁটে খায় চৈতালি নূপুর। বিপ্রতীপ খেয়ায় ভেসে আসে পৌষের খতিয়ান। ফাগুন তোমার একান্ত ডায়রিতে লিখে রেখো সকল অভিমান। ঝরে যাওয়া বৃষ্টিগুলোর বুকে জানি জমা আছে পোট্রেট ভালোবাসা। মৌনতার দেওয়ালে অঙ্কিত সঞ্চিত আকুলতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।