আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারণ এক ওয়েব সাইট:

আমি খুবই সাধারণ

আমি নেটে বসে সাধারণত বিভিন্ন সফ্‌টওয়্যার ডাউনলোড করি। এবং সেগুলো ইনস্টল দিয়ে দেখি কোনটার কেমন কাজ। সেই সাথে আমার অন্যতম কাজ হচ্ছে ইসলামী বই ডাউনলোড করি, সেই সাথে তা পড়ে নিই। তবে একট জিনিস লক্ষ্য করেছি যে, গুগলে সার্চ দিয়েও কখনও ভালো ওয়েব সাইটের ঠিকানা পাওয়া যায় না। এই তো কিছুদিন আগেও ইসলামী বই (Islamic books) লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েব সাইটের ঠিকানা আসতো সেটি হলো কাদিয়ানীদের ওয়েবসাইট।

এমনি ভাবে এমন কিছু ওয়েব সাইটের ঠিকানা পেয়েছে যা অসাধারণ । তার অধিকাংশ পেয়েছে বিভিন্ন ব্লগ হতে। আজ আমি এমনই একটি ইসলামী বই, প্রবন্ধ, অডিও ভিডিও,ফতোয়া, প্রশ্নোত্তর ইত্যাদির সুবিধা সম্বলিত। এটি সৌদিআরবের ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ওয়েবসাইট। যে ওয়েবসাইট থেকে পৃথিবীর বিভিন্ন ভাষায় পড়ার সুবিধা রয়েছে এই ওয়েব সাইটের ভাষায়: Presenting Islam in worldwide ।

যদিও আমি শুধুমাত্র ইংরেজি ও বাংলাতে পড়েছি। এর বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম হলো যে এর বই, প্রবন্ধ, অডিও ও ভিডিও গুলো বেশ ছোট। তাই আমাদের যাদের নেটের স্পিড বেশ ভালো না, সেই সাথে আনলিমিটেড ব্যবহার করি, তাদের জন্য বেশ সুবিধা। তাছাড়া এ্রর প্রবন্ধ, বই, অডিও গুলোতে প্রমাণ সহকারে ও সহজ ভাষায় প্রকাশ করা হয়েছে। এটি আপনাকে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বেশ আধুনিক ও সত্যনিষ্ট তথ্য দিবে।

বাংলায় এই ওয়েবসাইট হতে আপনি সালাত, রোযা,ইতিকাফ,ইতিকাফ, সুদ, কোরআনের অনুবাদ, কুরআনের তাফসীর, রিয়াদুস সালেহীন হাদীস গ্রন্থ, যাকাত, হাজ্জ,তাওহীদ,শিরক, বিদআত,ঈমান, আকীদা বিষয়ক ছোট সেই সাথে বেশ তথ্যবহুল বই, প্রবন্ধ, ফতোয়া পাবেন। এছাড়া শায়খ আবদুল্লাহ ইবনে বায রচিত নামায শিক্ষাও পাওয়া যাবে। সেই সাথে নামাযের নিয়ম, বিদআতের কুপ্রভাব, ওযূর নিয়ম, নাবী রাসূলদের জীবন থেকে শিক্ষা নেয়ার জন্য অডিও রয়েছে। সেই সাথে ভিডিও ডাউনলোড্ ও দেখার সুবিধা রয়েছে। বিভিন্ন মাস নিয়ে আমরা যে ইবাদাত পালন করি তার ভিত্তি ও বিভিন্ন কুসংস্কার নিয়ে বই রয়েছে।

এই ওয়েব সাইটের বাংলা ঠিকানা হচ্ছে: http://www.islamhouse.com/s/9739 এছাড়া যারা ইংরেজি বেশ ভালো বুঝেন ও ইংরেজিতে বই পড়তে ভালো বাসেন, তাদের জন্য এই ওয়েব সাইট আরো সমৃদ্ধ। ইংরেজি ভার্সনে এই ওয়েব সাইট হতে Books, Audio, Video, New, Fatwa, Articles, প্রভৃতি পাওয়া যাবে। ইংরেজিতে বেশ ভালো বই আছে। যেমন বুথারী, মুসলিম, আবুদাউদ,মুয়াত্তা প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীস ডাউনলোড করা যাবে। সেই সাথে আদাবুল মুফরাদ, ফিকহুস সুন্নাহ, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহীন ও এর ব্যাখ্যা, বুলুগুল মারামের ব্যাখ্যা, আর রাহিকুল মাখতুম, উলুমুল হাদীস, হাদীসের বৈজ্ঞানিক ব্যাখ্যা, হাদীসের ইসনাদ, মুসলিম ব্যক্তিত্তের উপর ৪০ টি হাদীস,তাফসীর ইবনে কাসীরের ১০ খন্ড ইমাম নববীর ৪০ হাদীস,নাবী কারীম(সাএর জীবনী প্রভৃতি পাওয়া যাবে।

ইসলামের বিভিন্ন বাতিল পন্থী দলদের নিয়েও বই রয়েছে, যেমন, বাহাই সম্প্রদায়, কাদিয়ানী বা আহমাদীয়া, মুরজিয়া, মুতাজিলা প্রভৃতি দলের বাতিল পন্থা ও তাদের বিরু্দ্ধে করণীয় নিয়ে বই রয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ের ওয়েবসাইটের লিংক দেয়া আছে। এর লিংক হচ্ছে: http://www.islamhouse.com/s/9661

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।