আজ আমি হয়ত বেকার
কাল হয়ত থাকব না।
এই সমাজে বেকার বলে
সইতে হয় বিড়ম্বনা।
পড়া লেখায় বি. এ. পাশ
হয়না তবু চাকুরী।
তবে কেন পড়া-লেখা অতি দরকারি?
বেকার বলে আমাকে দেয়না কেউ দাম।
মাটির ঝুড়ি ফেলে কেন কলম ধরিলাম?
পেতা-মাতার বোঝা আমি
এই জগৎ সংসারে।
একটি চাকুরীর জন্য আমি
ঘুরছি দ্বারে দ্বারে।
প্রেমিকা আমার ধরে বায়না
দিতে হবে দামি গয়না।
প্রেমিকাকে বললাম, “আমি বেকার। ”
প্রেমিকা বলল, “বেকার ছেলের
নেই প্রয়োজন আমার। ”
বেকার বলে কেউ আমাকে
করেনা শ্রদ্ধ-ভক্তি।
বেকারত্বের অভিশাপ হতে
পেতে চাই আমি মুক্তি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।