২০১১। খবরের ব্যবসা ভাল হবে। খবর নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানের একজন করপোরেট চাকর হিসাবে এ আমার অনূভব। প্রশ্ন করতে পারেন এগারো সালের প্রথম দিনে আমার এ রকম অনূভব হলো কেন? ১১ সালে খবর ব্যবসার করপোরেট হাউজে বাড়বে অনেক। প্রথমভাগেই ৪/৫ টা টিভি ও ১টি খবর+বিজ্ঞাপনের কাগজ ব্যবসা উদ্বোধন হবে।
এর বেশিরভাগের প্রধান পন্য থাকবে খবর। কেউ কেউ পাশাপাশি তুলবে এন্টারটেইনমেন্ট নামের অশ্নীল নাচানাচি, কারবাইড দিয়ে শিশুদের পাঁকানোর সাজানো প্রতিযোগিতা, হাসাতে না পারায় হাসি আসে এমন হাসির নাটক, ছি-নেমা, ফ্যাদা প্যাচাল শো ইত্যাদি পন্য। যা হোক ব্যবসা কিন্তু ভালো হবে। কারণ এই ব্যবসার যন্ত্র দেখবেই মানুষ মাসে মাসে ডিস ভাড়া দিয়েই। আর তাই পণ্যের প্রসার হোক আর না হোক বিজ্ঞাপন পাওয়া যাবেই।
এই বিজ্ঞাপনের বাজার বাড়বেই।
কাজেই ব্যবসা প্রতিষ্ঠান কিছু টিকেও থাকবে। তাই চাকরদেরও প্রয়োজন পড়বে। পুরনো নতুন অনেক চাকর লাগবে। আমাদের বাজার বাড়বে।
নিশ্চয়তা বাড়বে। হয়তো মজুরিও বাড়বে। তবে নিশ্চিত খারাপ থাকবো। সব করপোরেট চাকররা নতুন বছরে নতুন নতুন সমস্যায় পড়বে। বাড়বে অপ্রাপ্তির প্রত্যাশা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।