31st night উদযাপন একটি বিজাতীয় সংস্কৃতি। এটি একটি আমদানী করা উৎসব। অথচ আমাদের আছে অতি সমৃদ্ধ দুটি উৎসব (ঈদ)। ধনী-গরীব মিলে মিশে অত্যন্ত আনন্দ ও রুচিকর পরিবেশে এই উৎসব হয়।
আর আমাদের দেশে 31st night এ যা হয় বা হওয়ানোর চেষ্টা করা হয় তা আর মুখে আনলাম না ।
অনেক বুদ্ধিজীবি আছেন যারা হয়তো আমার কথার বিরোধীতা করবেন এমনকি আমাকে গোড়া, ছাগু বা যুদ্ধাপরাধী বলবেন। তাদের তো এই একটাই বুলি...।
সুকৌশলে আমাদের দেশের ধর্মপরায়ন মানুষদের মধ্যে এই অশালীন সংস্কৃতিতে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। নানা প্রকার সুযোগ সুবিধা দিয়ে তা করানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এই 31st night উদযাপনের জন্য পরিবেশ সৃষ্টি করেছে।
দেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার চেষ্টা করা হচ্ছে। এটি নাকি ছিল মুক্তিযুদ্ধের চেতনা!!! মানুষ এখনও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি তাই বোঝে না আর তখন নাকি এটি করার জন্যই দেশ স্বাধীন হয়েছিল!!! আসলে তা ছিল অন্যের (অন্য বলতে বুঝতেই পারছেন কারা!! আমাদের মুরুব্বি রাষ্ট্র) কাছ থেকে ধার করা একটি চিন্তাধারা!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।